পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাভোয়াসিয়ে ৬৭ পরিণত হইয়াছে—যদিও এখানে একটা রাসায়নিক ক্রিয়া সংঘটিত হইয়াছে—তথাপি রাসায়নিক ক্রিয়ার পূৰ্ব্বে এবং পরে ওজন ঠিক আছে। 多 বকযন্ত্র ঠাণ্ড হইলে তাহার সরু মুখ পুনরায় খুলিয়া ফেলিে এবং তখন দেখা গেল যে বাহিরের বায়ু সশব্দে বক্যন্ত্রের ভিতর - প্রবেশ করিল। কেন প্রবেশ করিল ?—রাং ভষ্ম হইবার সময় ভিতরকার বায়ুর কিয়দংশ টানিয়া লইয়াছিল বলিয়া। বকযন্ত্রের মুখ খুলিবার সময় বাহিরের বায়ু ভিতরের সেই শূন্তস্থান অধিকার করিবার জন্ত সশব্দে প্রবেশ করিল। ল্যাভোয়াসিয়ে পুনরায় এই বায়ুপূর্ণ বকযন্ত্র ওজন করিয়া দেখিলেন,—ওজন প্রায় দশ গ্রেণ বাড়িয়াছে। তৎপরে রাংভন্ম ও বাকি রাং একত্রে ওজন করিয়া দেখিলেন যে গৃহীত রাঙ্গ অপেক্ষ রাঙ ভষ্মের ওজন বাড়িয়াছে। রাংভন্মের ওজন কতটা বাড়িয়াছে ?-- তিনি দেখিতে পাইলেন বকযন্ত্রের ভিতরে বায়ুর ওজন যতটা কমিয়াছিল ঠিক সেই পরিমাণে রাং অপেক্ষ রাংভস্মের ওজন বাড়িয়াছে। উত্তপ্ত করিবার পর বদ্ধ বকযন্ত্রের মুখ ভাঙ্গাতে যতটুকু বায়ু প্রবেশ করিল,—তাহা হইতে বকযন্ত্রকে বদ্ধ করিবার পূৰ্ব্বে উত্তপ্ত করিবার সময় যতটুকু বাহির হইয়াছিল তাহার ওজন বাদ দিলে বায়ুর ওজন যতটা কমিয়াছিল তাহ পাওয়া যাইবে। তবেই দেখা গেল যে রাংকে রাংভস্মে পরিণত করিবার সময় নূতন বস্তুর (matter) স্বষ্টি হয় নাই। নির্দিষ্ট ওজনের রাং নির্দিষ্ট ওজন বায়ুর সহিত সংযুক্ত হইয়া দুয়ের সমষ্টি ওজনের রাংভষ্মে পরিণত হইয়াছে। সেইরূপ সকল রাসায়নিক প্রক্রিয়ায় বস্তুর পরিবর্তন হয় মাত্র, স্বজন বা