পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● বৈজ্ঞানিক জীবনী so সাহায্যে বেশ সহজে বুঝাইয়া দিলেন । তিনি বলিলেন যে ধাতুভষ্ম যখন ফ্লজিষ্টনবিহীন ধাতু ভিন্ন আর কিছুই নহে তখন তাহাতে কয়লার সাহায্যে ফ্লজিষ্টন সংযোগ করিয়া দিলে উহ পুনরায় ধাতুন্তেত পরিণত হইবেই। ষ্টালের এই অনুমানের অনেকেই পরিপোষক হইয়া উঠিলেন। অনুমান যতদিন পর্যন্ত পরীক্ষিত তথ্যের বিরোধী না হয়, ততক্ষণ উহা গ্রহণীয়। ষ্টালের অল্পমানের সত্যাসত্য একটি পরীক্ষামূলক তথ্যের উপর নির্ভর করিতেছিল। সেটি এক্ট,—যদি ষ্টালের অনুমান সত্য হয়, অর্থাৎ দহনকালে যদি কোন পদার্থ বাহির হইয়া যায়, তাহা হইলে কোন দ্রব্য পুড়িয়া যাইলে তাহার ওজন অবশ্য কমিয়া যাইবে। একপও কাষ্ঠ পুড়িয়া যাইলে যে ভষ্ম পাওয়া যায় তাহার ওজন অধষ্ঠ কাষ্টের ওজন অপেক্ষা কম। কিন্তু কাষ্ঠদহনকালে ভস্ম ভিন্ন আরও অনেক দ্রব্য উৎপন্ন হয়, তাহ বাষ্পাকারে উড়িয় যায়। এই সকলের মিলিত ওজনের নির্ণয় কর কঠিন ; সেইজন্ত কাষ্ঠ দহনকালে কেবলমাত্র ভস্মের ওজনের দ্বারা ষ্টালের অনুমানের সত্যতা প্রতিপন্ন হইতে পারে না। ধাতুকে দগ্ধ করিলে কেবলমাত্র ধাতুভষ্ম প্রস্তুত হয়। এখন দেখিতে হইবে, প্রাপ্ত ধাতুভষ্মের ওজন মূলধাতুর ওজন অপেক্ষ কম না বেশী। যদি কম হয় ষ্টালের অনুমান যথার্থ, আর যদি বেশী হয় তাহা হইলে উহ ভ্রান্ত। ষ্টালের পূর্বেই পরীক্ষাদ্বারা প্রমাণিত হইয়াছিল যে ধাতুকে ভষ্মে পরিণত করিলে তাহার ওজনত কমেই না বরং বাড়িয়া থাকে। রবার্ট রয়েল রাংকে ভৰ্ম্মে পরিণত করিয়া সপ্রমাণ করিয়াছিলেন যে গৃহীত রাং অপেক্ষ প্রাপ্ত রাংভষ্মের