পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাভোয়াসিয়ে ፃ » ওজন অনেক বেশী। জন মেয়ে নানক ইংলণ্ডের আর একজন প্রসিদ্ধ রাসায়নিক এন্টিমনি নামক ধাতুকে ভষ্ম করিয়া দেখাইয়। ছিলেন যে ধাতুভষ্ম গৃহীত ধাতু অপেক্ষ ওজনে ভারী। ইহাদের পরীক্ষার ফল ষ্টালের অবিদিত ছিল না ; কিন্তু তিনি ইহার প্রতি বড় একটা মনোযোগ করেন নাই । কিছুকাল পরে যখন এই বিষয়ে রাসায়নিকগণের দৃষ্টি আকৃষ্ট হইল তখন ফ্রজিষ্টনবাদের পক্ষপাতীগণের মধ্যে একটা গোল বাধিয় গেল। কেহ কেহ ইহার একটা “উড়ো” মীমাংসা করিয়া দিবার জষ্ঠ বলিলেন যে, ফ্রজিষ্টনের ওজন নাই, উহা মাধ্যাকর্ষণের দ্বার। পৃথিবীর দিকে আকৃষ্ট না হইয়। বরং বিপরীতদিকে উঠিয় যায়। সুতরাং ইহার সংযোগে দ্রব্যের ওজন কমে ও বিয়োগে ওজন বাড়ে। এ একটা বড় অদ্ভূত মীমাংসা। যদি ফ্লজিষ্টন মাধ্যাকর্ষণের দ্বারা আকৃষ্ট ন হয় তাহা হইলে উহা কোন জাতীয় পদার্থ এবং কিরূপেই অপর পদার্থের সহিত সংযুক্ত হইবে ? অনেক দিনের পুঞ্জীভূত ভ্রান্ত ধারণা সহজে যায় না। এক্ষেত্রেও এইরূপ একটা কাল্পনিক মীমাংসায় সন্তুষ্ট হইয়া তাৎকালিক রাসায়নিকগণ ফ্রজিষ্টনবাদের ভুল দেখিয়াও দেখিতে পাইলেন না । এই ফুজিষ্টনবাদের ভ্রম প্রদর্শন করিয়া রসায়নকে নূতন ভিত্তির উপর স্থাপন করা ল্যাভোয়াসিয়ের প্রধান গৌরবমণ্ডিত মহাকীৰ্ত্তি। তাহার সমসাময়িক ইংলণ্ডের বিখ্যাত রাসায়নিক জোসেফ প্রিষ্টলে ও হেনরী কেভেণ্ডিস, স্কট্‌লণ্ডের জোসেফ ব্ল্যাক, সুইডেনের শিলে প্রভৃতি যাবতীয় রাসায়নিকই এই ফ্লজিষ্টাদের পরিপোষক ছিলেন। তাৎকালিক সমগ্র রসায়ন শাস্ত্রের পরিভাষা ফ্লজিষ্টনবাদের ভাষা লইয়া গঠিত হইয়াছিল।