পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*१२ বৈজ্ঞানিক জীবনী এরূপ ক্ষেত্রে নানা বাধাবিঘ্ন আপত্তি খণ্ডন করিয়া ল্যাভোয়াসিয়ে অকুতোভয়ে ফ্রজিষ্টনবাদ ভ্ৰমাত্মক বলিয়া ঘোষণা করিলেন। নূতন কথা প্রথমে যখন প্রচারিত হয়, লোকে তখন তাহাতে বিশ্বাসস্থাপন করে না । শেযে সত্যের জয় অবশ্যই হইয়া থাকে। এক্ষেত্রে প্রথমে অনেকেই ল্যাভোয়াসিয়ের বিরোধী হইয়াছিলেন। ক্রমে সত্যের জয় হইল। কিরূপে ল্যাভোয়াসিয়ে ফ্রজিষ্টনবাদের ভ্ৰম সন্যকরূপে দেখিতে পাইলেন, তাহাই এখন আমাদের আলোচ্য বিযয় হইবে। প্রিষ্টলে কর্তৃক অন্নজনের (Oxygen ) আবিষ্কার । ধাতু অপেক্ষ ধাতুভষ্মের ওজন অধিক এই সত্য আবিষ্কারের পর ফ্লজিষ্টনবাদের পতন অবশ্যম্ভাবী হইয়া পড়িল। কিন্তু যতদিন পৰ্য্যন্ত ধাতুভম্মের ওজনবৃদ্ধির হেতু সঠিক নির্ণীত না হইয়াছিল ততদিন ফ্লজিষ্টনবাদের বিরুদ্ধে ল্যাভোয়াসিয়ে কোনও নুতন মত প্রচার করিতে পারেন নাই। সেইজন্ত ধাতুর সহিত কোন্‌ পদার্থ যুক্ত হইলে ধাতুভষ্ম প্রস্তুত হইয়া থাকে তাহা নির্ণয় করিবার জন্ত ল্যাভোয়াসিয়ে সচেষ্ট থাকিলেন । সৌভাগ্যক্রমে র্তাহার সমসাময়িক ইংলণ্ডের দুইজন প্রথিতনামা রাসায়নিক দুইটি অত্যন্ত প্রয়োজনীয় রাসায়নিক তথ্যের আবিষ্কার *son I cairns soon (Joseph Pricstley) qial waqfa gwe cząst cortsfsƠIR (Henry Cavendish ) gtni জলের রাসায়নিকস্বরূপ আবিষ্কৃত হইল। এই দুইটি আবিষ্কারের