পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাভোয়াসিয়ে ዓ¢ কিন্তু এই সামান্ত শিশি বোতলের সাহায্যে প্রিষ্টলে অন্নজানের আবিষ্কার, বায়ুর আংশিক স্বরূপ নির্ণয়, জলের স্বরূপ নির্ণয়ের পন্থা আবিষ্কার, হাইড্রোক্লোরিক এসিড গ্যাসের আবিষ্কার প্রভৃতি বিবিধ রাসায়নিক আবিষ্কারের দ্বারা রাসায়নিক জগতে বরেণ্য হইয়া গিয়াছেন। র্তাহার নানাবিধ “বায়ুর পরীক্ষার ফল তিনভাগে বিভক্ত একখানি বৃহৎ পুস্তকে প্রকাশিত হইয়াছে। র্তাহার সমস্ত আবিষ্কারের বর্ণনা করিবার স্থান আমাদের নাই ; আমরা এখানে কেবল তাহার অন্নজনের আবিষ্কার সম্বন্ধেই আলোচনা করিব । প্রিষ্টলের নিকট একটি ভাল আতসী কাচ (burning glass) ছিল। তিনি এই আতস কাচের দ্বারা স্বৰ্য্যতাপ একত্রীভূত করিয়া সেই তাপে নানা দ্রব্য পরীক্ষা করিতেছিলেন। এই êolio Califo witHTs' (red oxide of mercury) উত্তপ্ত করিবার সময় তিনি দেখিতে পাইলেন যে, উহা হইতে একপ্রকার গ্যাস বাহির হইতেছে। এই গ্যাস পরীক্ষা করিয়া দেখিতে পাইলেন যে, উহা সাধারণ বায়ু হইতে ভিন্নগুণসম্পন্ন। এই গ্যাসে মোমবাতী সাধারণ বায়ু অপেক্ষা অনেক ভাল জলে। তিনি কয়েকটা ইছর এই গ্যাসে এবং সমপরিমাণ সাধারণ বায়ুতে ছাড়িয়া দিয়া দেখিলেন যে ইদুর সাধারণ বায়ু অপেক্ষ এই গ্যাসে বেশীক্ষণ বাচিয়া থাকে। তিনি নিজেও এই বায়ু শুকিবার প্রলোভন ছাড়িতে পারেন নাই। তিনি লিখিয়া গিয়াছেন— “এই গ্যাস গুকিবার সময় ফুক্ষসের উপর উহার ক্রিয়া সাধারণ বায়ু হইতে ভিন্ন প্রকার বলিয়া অনুভব করি নাই, কিন্তু গুকিবার অনেকক্ষণ পর পর্য্যন্ত বক্ষদেশে অনেকটা স্বাচ্ছদ্য অনুভব করিয়াছিলাম। কালে হয়ত এই বায়ু