পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**り বৈজ্ঞানিক জীবনী & ७क बिलांप्नब नामशैौ श्झ डेळेिहद । आख *र्गीख यांभाद्र मश्ठि झट्रेकिं ইদুরও এই বায়ু সেবনের সুখ অনুভব করিয়াছে।” প্রিষ্টলের ভবিষ্যদবাণী কতকটা সাফল্যলাভ করিয়াছে। যদিও অম্লজান এখনও বিলাসের সামগ্ৰী হয় নাই, তত্ৰাচ মৃতপ্রায় ব্যক্তিকে অম্লজান শুকাইয়া অনেকক্ষণ পর্যন্ত বঁাচাইয়া রাখা হয়। @ এইরূপে লোহিত পারদভন্ম উত্তপ্ত করিয়া প্রিষ্টলে সাধারণ বায়ু হইতে ভিন্নগুণসম্পন্ন নুতন বালুর আবিষ্কার করিয়া অন্তান্ত দ্রব্য হইতে উহা প্রাপ্ত হইতে সচেষ্ট হইলেন। মেটে সিন্দুর (red lead) উত্তপ্ত করিয়া দেখিলেন যে উহা হইতেও পূৰ্ব্বোক্ত বায়ু প্রাপ্ত হওয়া যায়। এইরূপে তিনি এই নূতন বায়ুর অস্তিত্ব নিঃসন্দেহে সপ্রমাণিত করিতে সমর্থ হইলেন । তিনিও একজন ফ্লজিষ্টনবাদী ছিলেন। এই নুতন বায়ুর নাম রাখিলেন। “ফজিষ্টনহীন বায়ু”। এই বায়ুতে মোমবাতি সাধারণ বায়ু অপেক্ষ ভাল জলে, তাহার কারণ উহাতে সাধারণ বায়ু অপেক্ষা ফ্রজিষ্টন কম আছে—তিনি এইরূপ ভ্রান্ত সিদ্ধান্তেই উপনীত হইলেন। এই নুতন বায়ুর আবিষ্কার-সংবাদ ল্যাভোয়াসিয়ের নিকট দৈববাণীরূপে পৌঁছিল। তাহার স্বক্ষদৃষ্টি দেখিতে পাইল যে এই নুতন বায়ু ফ্লাজিষ্টনবাদের মোহময় আবরণ ভেদ করিবে। তিনি প্রথমে প্রিষ্টলের পরীক্ষার বিচার করিতে লাগিলেন ; কিন্তু র্তাহার চিন্তাস্রোত প্রিষ্টলের বিপরীতগামী হইল। তিনি ভাবিলেন যে যখন মোমবাতি সাধারণ বায়ু অপেক্ষ এই নূতন বায়ুতে অধিকতর উজ্জ্বলভাবে জলে, তখন সাধারণ বায়ুতে এই নুতন বায়ু