পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাভোয়াসিয়ে ዓቄ অন্ত কোনপ্রকার বায়ুর সহিত মিশ্রিত হইয়া আছে, এবং বাতি জলিবার সময় এই নূতন বায়ু বাতির উপাদানের সহিত সংযুক্ত হয় । তিনি সাধারণ বায়ু হইতে এই নুতন বায়ু আহরণ করিবার জন্ত সচেষ্ট হইয়া খানিকট নির্দিষ্ট ওজনের পারদ একটি বক্যন্ত্রে (retort ) গ্রহণ করিলেন। এই বক্যন্ত্রের মুখ, একটি পারদপাত্রে আংশিকভাবে নিমজ্জিত বায়ুপূর্ণ ঘণ্টাকৃতি কাচপাত্রে (bell-jar ) প্রবেশ করাইয়া দিলেন। প্রথমে একখণ্ড কাগজের দ্বারা কাচপাত্রে বায়ুর পরিমাণ মাপ করিয়া লইয়া বকযন্ত্রস্থিত পারদকে দ্বাদশ দিবস অগ্নিতে উত্তপ্ত করিতে লাগিলেন। ক্রমে দেখা গেল যে বায়ুর পরিমাণ প্রায় ছয় ভাগের একভাগ কমিয়া গিয়াছে এবং বকযন্ত্রস্থিত পারদের উপর লোহিতবর্ণের পারদভষ্ম প্রস্তুত হইয়াছে। কাচপাত্রস্থিত অবশিষ্ট বায়ু পরীক্ষা করিয়া দেখিতে পাইলেন যে উছাতে আর বাতি জলিতেছে না। পরে এইরূপে প্রাপ্ত লোহিত পারদভন্ম উত্তপ্ত করির তিনি উহা হইতে এই নুতন বায়ু অনেক খানি প্রাপ্ত হইলেন। এই পরীক্ষার দ্বারা তিনি সাধারণ বায়ুতে এই নুতন বায়ুর অস্তিত্ব নিঃসদেহে সপ্রমাণিত করিতে পারবেন। আরও তিনি দেখাইলেন যে পারদ সাধারণ বায়ুস্থিত এই নূতন বায়ুর সহিত সংযুক্ত হইয়া পাদভৰ্ম্মে পরিণত হইয়া থাকে। এইরূপে অন্তান্ত ধাতুও এই নুতন বায়ুর সহিত সংযুক্ত হইয়া ধাতুভক্ষ্মে পরিণত হয়। এতদিনে তিনি যাহা অন্বেষণ করিতেছিলেন তাহা খুজিয়া পাইলেন। তিনি এই নুতন বায়ুর নাম রাখিলেন “অম্লজান” । এখন তিনি প্রচার করিলেন যে ফ্লজিষ্টনবাদ নিতান্ত ভ্রান্ত। ধাতু ভষ্ম হইলে তাহার ওজন কমে না, বরং বাড়িয়া থাকে।