পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊԵ বৈজ্ঞানিক জীবনী এই ওজন বৃদ্ধির কারণ আর কিছুই নয়—ধাতু সাধারণ বায়ুর অন্যতম উপাদান অন্নজানের সহিত সংযুক্ত হইয়া থাকে। যখন ধাতুভষ্ম অঙ্গর প্রভৃতির সহিত উত্তপ্ত হইয়া ধাতুতে পরিণত হয়, তখন অঙ্গর ধাতুভষ্মের অন্নজানের সহিত সংযুক্ত হইয়া অঙ্গারান্নে (carbonic acid gas) offers zā (gr: অসংযুক্ত ধাতু পড়িয়া থাকে। ফ্ল'জিষ্টন বলিয়া কোন পদার্থ নাই এবং উহা কষ্টকল্পনা মাত্র। প্রথম প্রথম র্তাহার নূতন মতের কেহই পোষকতা করিল না। কিন্তু শেষে সত্যেরই জয় হইল। ক্রমে ক্রমে তাহারই জীবদ্দশাতেই ডি মরভিউ, বার্থোলে, ফুরক্রয় প্রভৃতি ফরাসী এবং ব্ল্যাক প্রভৃতি স্কচ রাসায়নিকগণ র্তাহার মতের পোষকতা করিলেন। কেবল প্রিষ্টলে ও কেভেণ্ডিস আজীবন ফ্লজিষ্টনবাদী রহিয়া গেলেন। কেভেণ্ডিস কর্তৃক জলের রাসায়নিক বিশ্লেষণ । কিন্তু এখনও পর্য্যন্ত ল্যাভোয়াসিয়ের অম্লজানবাদ একটি বিষয়ের মীমাংসা করিয়া উঠিতে পারে নাই। ইহার পূৰ্ব্বেই জানা ছিল যে যশদ (Zinc) প্রভৃতি ধাতু যখন জলীয় হাইডে ক্লোরিক বা সালফিউরিক অম্নে দ্রবীভূত হয় তখন উদজান (hydrogen) নামক একটি খুব লঘু গ্যাস বাহির হইতে থাকে এবং ধাতু ভস্ম হইয় অমের সহিত সংযুক্ত হইয়া লবণে (salt) পরিণত হয়। ফ্লজিষ্টনবাদীরা বলিতেন যে এই অতি লঘু উদজানই ফ্লজিষ্টন ; এবং অন্ন সংযোগে ধাতু হইতে ফ্লজিষ্টন বাহির হইয়া যায় এবং অবশিষ্ট ধাতুভষ্ম পড়িয়া থাকে। ল্যাভোয়াসিয়ে ইহার উত্তরে বললেন যে এই উদজান বা লঘু হইলেও উহার ওজন আছে,