পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাভোয়াসিয়ে । ピ"> উপস্থিত তখন সে ভূতাকেও বিদায় করিয়া দিলেন, এবং আদেশ করিলেন যেন সে অৰ্দ্ধঘণ্টার মধ্যে ফিরিয়া না আসে। ভূত্য ফিরিয়া আসিয়া দেখে যে তাহার প্রভুর মৃত্যু হইয়াছে। এই চিরনিৰ্জ্জনতাপ্রিয়, সংসারবিরাগী ও কথঞ্চিৎ বিকৃতমস্তিষ্ক ইংরাজ, র্তাহার সমগ্র জীবন, সাধনানিরত ভারতের যোগীর স্তায়, বিজ্ঞানের সেবায় অতিবাহিত করিয়া গিয়াছেন। তিনি অঙ্কশাস্ত্রে, জ্যোতিষে ও রসায়নে অসাধারণ ব্যুৎপন্ন ছিলেন। এ সকল বিষয়ে যে শুধু তাহার অসামান্ত জ্ঞান ছিল তাহ নহে, তিনি এই সকল বিষ্ঠায় ভূরি ভূরি মৌলিক গবেষণাও করিয়া গিয়াছেন। তিনি পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব নিৰ্দ্ধারণ, বায়ুর পরিমাণাত্মক রাসায়নিক বিশ্লেষণ, তাপ সম্বন্ধীয় পরিমাণাত্মক নিয়ম আবিষ্কার এবং জলের যৌগিকত্ব সপ্রমাণ করিয়া গিয়াছেন। এইরূপে ক্ষিতি, অপ, তেজ ও মরুৎ এই চতুভূতই র্তাহার স্বল্প দৃষ্টি ও পরীক্ষার অতীত ছিল না। তিনি ল্যাভোয়সিয়ের মত তুলাদণ্ডের ব্যবহার প্রত্যেক পরীক্ষায় করিয়া গিয়াছেন। সেইজন্ত কোন কোন ইংরাজ তাহাকেই রসায়নশাস্ত্রের জন্মদাতা বলিয়া অহঙ্কার করিয়া থাকেন। কেভেণ্ডিস যে পরীক্ষার দ্বারা জলের যৌগিকত্ব সপ্রমাণিত করিয়াছিলেন, প্রিষ্টলে তাহার পূৰ্ব্বে সেই পরীক্ষা করিয়াছিলেন ; কিন্তু তিনি ঐ পরীক্ষার গুঢ় মৰ্ম্ম অনুধাবন করিতে সমর্থ হন নাই। প্রিষ্টলে একটি কাচপাত্রে উদ্‌জান ও সাধারণ বায়ু একত্র মিশাইয়া তাহা বৈদ্যুতিক ফুলিঙ্গের (electric sparks) দ্বারা দগ্ধ করিলেন। এই দুই দ্রব্য সংযুক্ত হইলে পর তিনি দেখিতে পাইলেন যে কাচপাত্রের ভিতরটা অল্প অল্প জলবিন্দুতে wo