পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፱፻፩ বৈজ্ঞানিক জীবনী সম্পর্ক নাই, জলের বিয়োগে একদিকে উদজান বায়ু বহির্গত হয় ও অপর দিকে ধাতুভষ্ম প্রস্তুত হয়। এতদিনে ল্যাভোয়াসিয়ের জীবনব্ৰত উদযাপিত হইল। । - . . ল্যাভোয়াসিয়ে কর্তৃক ফ্লজিষ্টনবাদের উচ্ছেদের বিবরণ পাঠ করিলে বুঝিতে পারা যায় কেমন করিয়া ধীরে ধীরে একটির পর আর একটি করিয়া বৈজ্ঞানিক সত্য আবিষ্কৃত হয় । কত অক্লান্ত পরিশ্রম, অনন্ত সহিষ্ণুতা, বিচিত্ৰ ভাবপ্রবণতা এক একটি বৈজ্ঞানিক সত্যের আবিষ্কারকাহিনীকে চিরগৌরবান্বিত করিয়া রাথিয়াছে। এই ফুজিষ্টনবাদের সত্যাসত্য নিৰ্দ্ধারণের জন্ত কত মহাপুরুষ সমগ্র জীবন উৎসর্গ করিয়া গিয়াছেন–রবার্ট বয়েল, হুক, মেয়ে, ব্ল্যাক, প্রিষ্টলে, সিলে, বার্গমান, কেভেণ্ডিস, কারওয়ান, রদারফোর্ড, জেমস ওয়াট ও সৰ্ব্বোপরি ল্যাভোয়সিয়ের গৌরবমণ্ডিত নাম ইহার সহিত জড়িত আছে। ইংরাজিতে go oi wo—"A chemist is the most patient animal, even the ass not excepted"—fīPistą: গর্দভ অপেক্ষাও রাসায়নিককে সহিষ্ণু হইতে হয়। কেহ অশেষ সহিষ্ণুতা সহকারে সমগ্র জীবন কেবল নানাবিধ পরীক্ষায় ভিত্তিস্বরূপ ধরিয়া তাহার উপর কোন নুতন অনুমান প্রচার করিয়া গিয়াছেন। মূল কথা সকলেই সাধনাকে জীবনের মুখ্য উদ্বেগু করিয়া গিয়াছেন–জ্ঞানের উন্নতিকেই একমাত্র ধ্রুব সত্য মনে করিয়া জ্ঞানের সেবায় জীবন অতিবাহিত করিয়া গিয়াছেন। অনেকে মনে করেন বে কল্পনাশক্তি কেবল কবিরই প্রয়োজন কথাটা কিন্তু আদৌ ঠিক নহে;—কি কবি, কি দার্শনিক, কি