পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ R ] পরিশেষে নিবেদন, যদি সনাতন হিন্দুধৰ্ম্মের যথার্থ তাৎপৰ্য্য ও সারমর্শ্ব হৃদয়ঙ্গম করিতে অভিলাষী হন, যদি দুলভ মানবজীবনের উদ্বেগু সাধন করিয়া যথার্থ প্রেয়োলাভে অভিলাষী হন, যদি অধ্যাত্মবিজ্ঞানের নিগুঢ় তত্ত্ব সহজ ভাষায় শিক্ষা করিয়া নিজমনকে অনস্ত উন্নতির পথে কিম্বদূর অগ্রসর করিতে অভিলাষী হন, যদি দেশের আচার ব্যবহার ও পূজাপদ্ধতি সমাজের কংদুর মঙ্গলদায়ক, মানবমনের কতদূর উন্নতিসাধক ও মানবজীবনের কতদূর মুখবৰ্দ্ধক, তাহ জানিতে অভিলাষী হন, পুস্তকখানি আদ্যোপাস্ত মনোযোগের সহিত পাঠ করিবেন । ইতি নিবেদন গ্রন্থকারস্য ।