পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 9 | উন্নতি কি ? সে জাতি কেৰল জাতিধৰ্ম্ম বজায় রাখিয়া জগতে স্বীয় অস্তিত্ব রক্ষা করিতে প্রাণপণে চেষ্টা পাইবে, সে জাতি কেবল ধৰ্ম্মাশ্রয় করিয়৷ দুঃখের দিন দুঃখে অবসান করিবে এবং যখন স্থসময় উপস্থিত হইবে, তখন পুনরায় আধিভৌতিক উন্নতি সাধন করিয়া জগতে গণ্য ও মান্ত হইৰে । জাতিধৰ্ম্ম রক্ষা করিয়া হিন্দুজাতির অস্তিত্ব বজায় রাখিবার জন্যই ব্রাহ্মণ জাতি এতকাল ধৰ্ম্ম ধৰ্ম্ম করিয়া আমাদিগকে কেবল ধৰ্ম্মের পথ দেখান। এখন যে সকল শাস্ত্রপাঠ করিলে আমাদের জাতিধৰ্ম্ম পূর্ণভাবে বজায় রাখিতে পারা যায়, তাহ যে আমাদের কতদূর আবগুক, সে বিষয়টা কি সকলে ভালরূপ বুঝিয়া দেখেন ? দেশীয় শাস্ত্রের অনাদর করায়, একদিকে আমাদের যেরূপ, আধ্যাত্মিক অবনতি ঘটিতেছে, সেইরূপ আবার অপরদিকে শারীরিক অবনতি ও ঘটতেছে। এখন আমরা নানাকারণে ক্ষীণবীৰ্য্য ও অল্পায়ু । যে সকল ধৰ্ম্মানুষ্ঠান ও ক্রিয়াযোগ দ্বারা আমরা দীর্ঘজীবন লাভ করিতাম এবং সুস্থ শরীরে জীবন অতিবাহিত করিতাম, সে সকল এখন ধৰ্ম্মের কুসংস্কার বলিয়া আমাদের ধ্রুববিশ্বাস জন্মিয়াছে, সেই সঙ্গে আমরাও এখন অল্পায়ু হইতেছি । পাশ্চাত্যবিদ্যা শিক্ষা করিয়া আজকাল আমরা মনে করি, আমাদের চক্ষু সকল দিকে প্রস্ফুটিত। যে ব্রাহ্মণজাতি এতকাল হিন্দুসমাজকে আধিভৌতিক উন্নতির পথে অগ্রসর হইতে দেন নাই, এখন আমরা র্তাহাদের স্বার্থপরতা ও ধূৰ্ত্তত বুঝিতে পারিয়াছি এবং সেই সঙ্গে আমরা র্তাহাদিগকে অবজ্ঞা করিতে শিখিতেছি । ব্রাহ্মণ দেখিয়া আমাদের মস্তক আর অবনত হইতে চায় না। মনে হয়, পূজারি ব্রাহ্মণগণ কবে ভারত হইতে চিরবিদায় লইবেন। যে স্বার্থপর ব্রাহ্মণজাতি এতকাল হিন্দুসমাজকে চালনা করিয়া উহাকে অকুলপাথারে ডুবাইয়াছেন, র্তাহারা কি আমাদের সূক্ষ্মানের পাত্ৰ ? কিন্তু মহামহোপাধ্যায়, অসাধারণ বিদ্যাবিশারদ পাশ্চাত্য পণ্ডিতগণই আমাদের পরমারাধ্য গুরু । তাহারা আমাদের শাস্ত্রের যেরূপ ব্যাখ্যান করেন, তাহাই একমাত্র আমাদের শিরোধাৰ্য্য। র্তাহারা চতুবেদের যেরূপ অর্থ করিয়া প্রচার করেন, তাহ পাঠ করিয়া আমাদের