পাতা:বৈধব্যধর্ম্মোদয়.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈধব্যধৰ্ম্মদেয় । 8> সংস্কৃত বিধৰার বিবাহ শাস্ত্রসিদ্ধ নাহইয়। পরাশরোক্ত ংহিতার ( নষ্টেমৃতে ) বচনের অর্থে বাগদত্তার পঞ্চাপং হইলে দেবর যে বিবাহ করিবে ইহাই স্থির সিদ্ধান্ত । ইহাতে এৰূপ অণপত্তি করিতে পার; যে বাগদত্তার পক্ষে এব্যবস্থা স্থির করিলে (উচায়াঃ পুনরুদ্বাহ ইত্যাদি) বচন দ্বারা উড়গৰু পুনৰ্ব্বার উদ্বাহ কলিতে নিষেধ কেন করেন, অর্থাৎ বিবাহিতা বিধবার পুনৰ্ব্বিবাহ নাথাকিলে কলিতে নিষেধ করিবণর অণবশ্যক কি? । উত্তর । সপ্তপদ গমনের পূর্ব অথচ মস্ত্রোক্ত জল ক্ষেপ হইয়াছে; কিন্তু লশণ্ডিকায় সপ্তপদ গমনে গোত্রান্তর হয় নাই; সেই স্ত্রীকে উড়" বলা যায়; ক্ষত বা অক্ষত যোনি হইলেও নিকৃষ্ট পক্ষে পূৰ্ব্বযুগত্রয়ে ঐ কন্যণর বিবাহে । ব্যবস্থা ছিল গোত্রান্তর হইলে আর তাহার বিবাহু অন্যের সহিত হইতে পারিতন । যথ। স্বগোত্রাৎ ভশ্যতেনারী বিবাহাৎ সপ্তমে পদে ৷ ইতি হার্যতঃ । বিবাহ কালে সপ্তপদ গমন কুইলে স্ত্রীলোকের পিতৃ গোত্র ভ্রষ্ট হয়। তাহার পূর্বে স্ত্রীর গোত্রান্তর হয়না । তৎকালে বরদোষ দৃষ্টহইলে অন্যবরে সমপণ করিতে পারিত । একরণ, উড়ার পুনরুদ্ৰাহকে যুগান্তরীয় বলিয়া সমস্ত গ্রন্থকারের মীমাংসা করিয়াছেন । R ইতি তৃতীক্ষ্ম প্রশ্নোত্তর সমাপ্ত । (*)