পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সর্গ। ఆలి এমন রূপের নিধি না হেরি নয়নে, এ কি সেই ইন্দু নাকি যে ইন্দু গগনে ধরে স্নিগ্ধ মাসিক মাধুরী । না হেরি হরিণ কিন্তু ও বদন চাদে,— দেখে আঁখি মৃগের যেমনি ; এই শঙ্কা অন্তরে করিল মৃগগণ, যতনে হরিণ বুঝি করিয়া পালন, শেষে তার নেত্র তুলে করেছে ধারণ,-- মৃগ-নেত্র-ছর বরাননী । झम८ञ्च श्रांडझ c°itग्न, डाँहै cशं शखनेि ! পলাইল শারঙ্গ শাবক। এরূপে কৌতুকে আছে যত সখীগণ ; এ হেন সময়ে সবে করে দরশন, ফুল-রথ শূন্য-পথে আইল সে বন, দীপ্তিমান যেমন পাবক । दिभtन इहेtऊ ७निएलम ६गद वांौ পতি-ধ্যান-ধারিণী ললনা,— * থাক এথা, রাজ-রাণি ! আনিব ভূপতি ; আইলাম আমি কাম । হরিষেতে অতি কহিলেন রাণী,-" সত্য স্বজনি সুমতি । দৈৰ বাণী নহয় ছলনা ।