পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৮ বৈরাগ্য-বিপিন-বিহার। ফুল-বাণাঘাত তুমি ত সয়েছ ; সে শর কাটিতে কি অস্ত্র ধরেছ ? কি বল পেয়েছ যোগেতে থাকি ? এখনো সকলে জলিছে গরলে ; " | এখনো ইন্ধন পুড়িছে অনলে ; " এখনো বহিছে মলয়া পবন,— বেচে আছে অলি,—কোকিল গায়ন,— মরিামান পেয়েছে প্রাণ নারীর তরল কটাক্ষ-গরল,— 4, কে পারে সহিতে ফুল বাণানল ? ইন্দ্র চন্দ্র বায়ু শশাঙ্ক-শেখর, ফুল বাণ ঘায় তারাও কাতর ; তুমি কি এতই পেয়েছ জ্ঞান ? কিসে স্থির হবে, কিসে ভ্রম রবে, ডাকিলে কোকিল— মধুকর সবে ? বহিলে মারুত সৌরভ স্বরস ঃ হিল্লোলে তোমারে করিবে অবশ ; দেখিব স্ববশে কিরূপে থাক । করি হেন দাপ, টঙ্কারিয়া চাপ, হানে ফুল বাণ যেন কালসাপ্ত। थमनि भूअग्नि छेटैिण कानम, অমনি গুঞ্জরি ডাকে অলিগণ, ভুবনে জমনি লাগিল তাক। কি নিকট দুর,-কিবা মুরাস্কর,— শিশু, নপুংসক, জরিত খাতুন,