পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সৰ্গ । ১২৫ ক্ষমা কর, ছি ড়েছি কত যে পত্র গুলি ; নিয়ত কৌতুক-প্রিয় হয়ে ফুল তুলি কত শত মালা প্লাগি পরেছি এ গলে । মাধবী-কুন্তল-ভূষা,—পরিমলময়ী— বনমুক্ত ! চলি ভবনে । সাঙ্গাবে তোমরা সুকোমল স্তাবক্সারে, শুভ্ৰ নিধি ! জন্ম শোধ বিদায় এবারে লই ; কিন্তু তবু দীনে থাকে যেন মনে । গিরি হে ! হেসেছি কত তোমারে লইয়া, করি সুখে প্রিয় আলাপন । আসিতাম হ্রদ পতি ! সদা কাছে তব ; কহিতাম তীরে বলি মন কথা সব ; সে মুখের সম্ভাষণ ফুরাল এখন । এ ভবে সম্বন্ধ সুধু কিছু দিন তরে ; ভাল ! তবু ভাল বেলো দাসে ; প্রণয়ে যে যfয় দিন সেই মছা মুখ ; দেখ যেন এ অধীনে হওনা বিমুখ, এই ভিক্ষী মাগে ভিক্ষু তোমাদের পাশে । এইরূপে আলাপিয়া, চলে যেতে ভূপ, স্নেহে পুন চান কুঞ্জ পানে ।