পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ বৈরাগ্য-বিপিন-বিহার । হৃদয়ের রাজা তুমি,--হৃদরে আসিয়া, এসে,--ব’লে, স্থলোচনি " ! এতেক বলরা, মুছিয়া দু অাথি, করি লেন আলিঙ্গন । কত ক্ষণে সম্বরিয়া শোক, কছিলেন রাজ-বধূ সুমধুর স্ব:ব,— * হ নাথ ! মুচ্চিলে কেন অশ্র-ধারি মম ? নেত্ৰ কুটী আমার স্বহৃদ প্রিয়তমরেখেছে এ প্রাণ তারা বহু যত্ন করে | পোড়ায় যখন মম এ পাপ হৃদয় দুঃসহ বিরহ-হুতাশন ; অমনি নয়ন দেয় বারি বরধিরা, গগু হ’তে সেই বারি হৃদয়ে আসিয়া, জুড়ায় আমার এই তাপিত জীবন । বরেছে তোমারে মাত্র অভাগিনী ; কিন্তু নাহি জানে পতি যে কেমন চতুরঙ্গ দলে যেতে ভ্ৰমিতে নগর ; দেখিতাম উঠি সোধ-প্রোসাদ-উপর, এই মাত্র তৰ সঙ্গে ছিল আলাপন । বনে ছিলে তপস্যার অধুরাগে ; কিন্তু - নারী-বধে ছিল না কি ভয় ।