পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সর্গ। বারির আশায় কত কাল ব"চে প্রোণে তৃষিত চাতকী, চেয়ে জলধর পানে ? সয়েছি যাতন যত কার প্রাণে সয় ? কিন্তু পতিব্ৰতা দাসী,--সদা পতি-প্রাণী, গুরু-লিনা করিবে কেমনে ? ক্ষম দোষরাশি মম । অদৃষ্টের ফল, গুণ-নিধি ! নিশ্চয় জেনেছি এ সকল । কৰ্ম্মভোগ এ ভবে ঘুচাবে কোন জনে ? ' রাণীর বচনে সলজ্জিত নরপতি, নীরবে থাকিয়া কতক্ষণ, কহিলেন,—“এ সরম কেন, প্রিয়ে । আর দেহ মোরে ! অপরাধ হয়েছে অামার । অনুগত জন-দোষ ধরে কোন জন ? চল যাই পুর-মাঝে ; স্বচ্ছন্দে ছজনে নিরস্তুর থাকিব এবার । না ঘটবে কন্তু আর তিলেক বিচ্ছেদ । চল যাই,— চাইব প্রিয়জন-খেদ । কাদিছেন সদা কত জননী আমার । ” প্রিয় বাণী শুনিয়া মহিষী, কছিলেন মন-খেদে পতি পানে চেয়ে,