পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সর্গ । J( ভেটিতে আইল ভূপতিরে পুরজন । কোলাহলে পরিপূর্ণ হইল ভবন । আনন্দ-সাগরে আজি ভাসিতেছে সব । রাজ-বংশ-অবতংস,~~রাজ-কুল-মণি,— ব্লথ হ'তে সুখে অবন্তরি, বনালেন ভক্তিভাবে জননীচরণ । পরশি সৰ্ব্বাঙ্গ রাজ-প্রসু ( দরশন করিতে অক্ষম ) কহিলেন খেদ করি,— তুই কি রে ধরে এলি, পুত্র প্রাণাধিক !— এলি বাছা হারাধন মোর ! কি দোষ পাইয়া এত হইলি নিদয় ? জননীরে এত জ্বালা দিতে কি রে হয় ? মারে প্রাণে মারে কার কুমার কঠোর ? অকুল পাথারে বাছা ! গেলি ভাসাইয়া এ তোর দুখিনী জননীরে । না ভাবিলি ক্ষণকাল অবোধ নন্দন । কার মুখ হেরি বীচে মায়ের জীবন । কে দেয় প্রবোধ যবে ভাসি অশ্রু-নীয়ে । তোর বাছা ভগোবেশ –কুটারেতে বাস । বনে বনে ফল মূলাহার।