পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সৰ্গ । לל একাজ কেমনে তোরে সম্ভবে অবোধ ? ' বিক্রীত চরণে তব জনমের শোধ অভাগিনী যেই, তার ভাগ্যে এ ছৰ্দশ ? রমণী-জন্মের সাধ, আহলাদ ভরসা পতি-ধন । আশাপথে কণ্টক বিস্তারি নিষ্কণ্টকে আছ হেথা । দুখিনী সে নারী কাদেম বিরলে, পতিপ্রাণ নিশি দিন । নাহি রুচি অল্প জলে ; বিষাদে মলিন স্বর্ণ-তমু। আশ্রিত জনের প্রতি কর এত হেল, নাহি লাজ, রাজবংশধর ? কৌমারে করিবে বিদ্য অভ্যাস যতনে ; রাজধৰ্ম্ম যথাসাধ্য সাধিবে যৌবনে ; ৰাৰ্দ্ধক্যেতে মুনিবৃত্তি করিবে পালন ७३ दिशि फ़ेिब्रमिन शूखिछ ब्रांछन । ছম্পার ভবান্ধি-ভেলা না করি নিৰ্ম্মাণ ইঞ্জিয়-সেবায় রত থাকে যে অজ্ঞান যন্ত্রণার চিত্রমাত্র নৃত্য করে রঙ্গে— তরঙ্গে উঠিছে আর মিশিছে তরঙ্গে । ছিড়ি মোহপাশ, এস, দেখাব তোমারে, বৎস, শাস্তিকমলিনী ; কিংশুক-কাস্তারে কি রস ভুঞ্জিছে মনমধুকর তব ? সতত দেখাৰ, এস, কত মহোৎসব ললিত কিঙ্কজালে স্বজ্ঞান-স্বরসে। প্রীতি যদি এত তব, প্রিয়পুত্র, বঙ্গে