পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 বৈরাগ্য-বিপিন-বিহার । कि छना गश्प्रुि भन्न । गाथ नम्न आब्र থাকি এই গেছে । হায় ? কি হলে আমার সম্বৎসর ধরি ; রাজভোগ নাহি লাগে ভাল, থাকি সদা, সখি ! মনের বিরাগে ! " শুনিয়া শিহরি যত সহচরীগণ কহিলা ভূপেরে—“হায় কি জন্য এমন বিষাদে বিলাপ কর নৃপতি ভূষণ ? ইন্দ্রের ঐশ্বৰ্য্য তব,—প্রচণ্ড প্রতাপ সাজে কি ভূপতি তব এরূপ বিলাপ ? এস, পাড়াইব ঘুম, থাক শাস্ত চিতে ? * লাগিল অঙ্গনাগণ চরণ চাপিতে । না হয় স্বগুণে কৃপা-সঞ্চার যে মনে কিবা ইষ্ট তুষ্ট করি তাহারে সাধনে । এলেন স্বযুপ্তি দেবী-শ্রাস্তি—বিনাশিনী— মধুময় বিরাম বিতরি, বিনোদিনী জগত বাসন বুঝি মায়ায় ছলিতে । যথা দেব দ্বৈপায়নে সমাধি বেদীতে নিরশনে যবে, শিরে জটাজুট—চক্ষে বারিধারা প্রেমে, অঙ্গে ভস্মরাশি, বক্ষে অক্ষমালা বসিলা কঠোরে গঠি কাশী— মর্ত্যে মোক্ষ-সেতু, ছলে দক্ষ-স্থত আসি হলেন বরদা । তুধি জগতে ললন। শাস্তুরসে, মিশিশেষে করিয়া ছলনা লেত্রপুট-পালনে বসিঙ্গেম খালি।