পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ । :ఫి রেখেছে লাবণ্যে যেন বাধিয়া কৌশলে ;– বেষ্টিত কেশর-কাস্তি সুকোমল দলে । কিন্তু তার চারি ধারে ভ্ৰমিছে ভুজঙ্গ শির তুলি হেলি গুলি দংশিতেছে অঙ্গ । ভূম্ভণে পোড়ায়ে দিশ, ফুৎকারে ঢালিছে বিষ । সে ফণীর শিরে শোভে মণির স্তবক,— মণি নয় সে কেবল জলন্ত পাবক। হাসিমাখা মুখে যুবা করিতেছে রঙ্গ ; দৃষ্টি নাই ফণী এত দংশিতেছে অঙ্গ। পবন হিল্লোলে ফুলি খেলিছে বসন জুলি দেখিয়ু অন্তর দগ্ধ হইয়াছে তার,— ভিতরে কিছুই নাই অবশিষ্ট ছার ! পর্যাঙ্কে ছিলেন যুব হইয়া পশ্চাৎ; মম পানে ফিরিয়া হাসিলা অকস্মাৎ । যেমন মুকুর ধরি নিজ মূৰ্ত্তি দৃষ্টি করি তেমতি দেখিয়া ত;তে আপনার ছবি, কঁপিয়া উঠিয় যেন তরঙ্গের রবি। ” এত বলি অচেতন হইল নৃমণি। कैंग्लिश श्रभांडा चांद्र शृष्टडक ब्रभ*ौ ।