পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ । - 3> বিজন গহনে পশি বনের বাকল পরিব খুলিয়া, সৰ্থে । খাব বনফল মূল ; জটাজুট ধরি রব যোগিসাজে ; কাজ নাই বৃথা রাজভোগে, রাজকাজে দিগ্ন জলাঞ্জলি । পুণ্যধাম বন:শ্রম,— রব সেগা যোগরসে ; এ মনের ভ্রম— রাশি তবে দূর হবে । এ ভব-চুব্বারঘোরে ঘুরিয়াছি কত, রণরঙ্গে আর নাহি প্রয়োজন, মস্ত্রিবর ! কব হাতে সপিকু সকল ; দেখো, প্রজাগণ যাতে থাকেন কুশলে । রেখে নরাধমে মনে ;এই ভিক্ষ অকিঞ্চন মাগে শ্রীচরণে। ’ এত বলি নীবধিলা রত্নপুরী-পুর - শিরোমণি বিরাজাঙ্গ বলী। সুমধুৰ স্বরে কহিলেন পুনঃ অমাত্য-ভূষণ“কি খেদে যাইবে তুমি গহন কানন রাজভোগ ত্যাগ করি, বীর বংশধর? প্রফুল্ল কেতকী দলে বিচরি ভ্রমর চুম্বি চুম্বি আহরে স্বরভিধন, কবে ছিন্ন পক্ষ তার ? কোন ছুখে বল তবে কান্তার বিভবে, বীরভদ্র, এত সাধ ? মধুর বিষয় রস কোন, অপরাধ করিয়াছে গুৰ কাছে ? বৃথা নিলা দেখ