পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। ૨૨ কুঞ্জিল নিকুঞ্জে পার্থী বৈতালিক তানে বিভােবরী পোহাইল । যথা শর হানে নিষাদ হরিণী প্রাণে, হানিলা তেমতি শর-জাল অমাত্য আসিয়া রাণী প্রতি । অন্ধমাতা বন্দীশালে করেন রোদন,— * তা হা বাছা, প্রাণাধিক ! হৃদয়-রাতন ! এই ছিল তোর মনে ? ধিক, এ জনম ! ধিক প্রাণে মোর ! মরি মরি, প্রিয়তম! ফেটে যায় বুক, আহা ! ভাবিলে অন্তরে ;– কেন অভাগিনী তোরে ধরিল জঠরে ! কুকাজে নিষেধ করি এই দশা মোর ?— এই দশা অবলা বধূর ? কি কঠোর হৃদয় তোমার, বাছাধন শোক ভরে একপে জননী, বন্দী-মন্দির ভিতরে করেন বিলাপ। কাছে বসি মনোগ্লুথে কাদেন নীরবে রাজ-বধু অধোমুখে তিতি নেত্র-নীরে। কাদিতেছে সখীগণ দাড়ায়ে নিকটে শোকাকুল সৰ্ব্বজন । হেনকালে আচম্বিত চতুর সচিব পশিলা মন্দিরে। পূজি চরণ-রাজীব খুলিলা নিগড়। পদযুগে বুলাইয়। शष्ठ कश्टिजन गाउ1-' कि छनrभूणिब्रां মিলি এ পৃথল, তুই আছে তো কুশলে অবোধ কুমার মোর ? এ পুর-মগুলে