পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిం বৈরাগ্য বিপিনবিহার I শকতি কাহার হেন খুলিবে বন্ধন ? তাই শঙ্কা করি, বল, আছে রে কেমন কুলাঙ্গার পুত্র মোর ? দহিয়া বিষাদে এত যে যাতন সখি, তবু হিয়৷ কাদে তার তরে ! ! কতক্ষণ অধোমুখে থাকিয়া অমাত্য উত্তরিলা মনোহ্লখে গদ গদ ভাষে—“ আজি প্রসন্ন, জননি! এ কুল দেবতা । শুভক্ষণে নরমণি লভিল স্বমতি ; নাহি পূৰ্ব্ব ভাব আর, করোমা বিলাপ, মাতঃ ! নিশ্চিত এবার পোহাইল দুঃখের সর্বরী –গেল দুর দারুণ তিমির, এত দিনে রত্নপুর স্থলে আলোকিত । গিয়াছেন কুল-রবি পুত্র তব, শুভক্ষণে কঙ্কণ অটব্য করিতে নির্জনে তপঃ । সম্বৎসর পরে আসিবেন পুনঃ গেছে । ’ ব্যাকুল অস্তরে, বিধিলে মরম রাণে, হরিণী ভূতলে পড়ে যথা আচম্বিত, তেমতি সকলে পড়িৰ ধূলায়, শুনি এ দুঃখ বারতা— ম্পন্দহীন, নীল বিস্বাধর,—ছিন্ন লতা তাপেতে মলিন । সিঞ্চি বারি স্বশীতল বিরস বদনে, মুছি নয়নের জল তুলিল মাতারে ধরি, তুলিল রাণীরে লর্থীগণ। প্রবোধ বচনে জননীরে