পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য-বিপিন-বিহার । తాూకళeus তৃতীয় সর্গ। সুরভি-নিকুঞ্জে, মধুকর পুঞ্জে ; স্বমধুর গুঞ্জে, মধুবস ভুঞ্জে । পরিমল-গন্ধে, ভুলি সব ধন্ধে ; দল-বল সঙ্গে, মঞ্জি রস রঙ্গে ; বসি ফুল-মঞ্চে, নিশি-দিন বঞ্চে। রবি-পরকাশে, শতদল হাসে। কুমুদ বিকাশে, শশিবদনাশে । যতি-গতি মন্দ, সুললিত ছন্দ, নব কবি রঙ্গে, বিরচিল রঙ্গে । অরণ্যে আসিয়া ভূপ, শোভা হেরি অপরূপ, সানন্দ-অস্তরে সুধু চারি দিকে চান ; পূৰ্ব্বের প্রমোহ গেল জুড়াইল প্ৰাণ । তরু লতা নানা জাতি, ফুল ফুটে নানা ভাতি ; গন্ধামোদে পরিপূর্ণ কানন-আলয় । সুসেবন মলয়ার সমীরণ বয় । নিকটেতে গিরিবর, অতিশয় মনোহর, নিৰ্ম্মল-গলিল-হ্রদ পাদমূলে তার,— दिकलिश्छ cकांकनम कमल कश्नांब्र ।