পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। NO6: হইলেন নৃপবর, অস্তুরেতে ভীবাস্তর, অমাত্যে চিন্তিয়া চিত্তে ব থানি বিস্তত্ন, কহিছেন মৃন্থমন্দ সরস অন্তর— *বসন্তে কান্তার-শোভা, জগতের মনোলোভা ; কুসুমের ভরে শাখা ধরাতে লোটায় ; নীলকান্ত-মণি আভা ভ্রমর-ছটায় । কোকিলের কুহুগানে, পঞ্চবাণ নাহি হানে, এখন শুনায় স্বর বিভিন্ন বিস্তর,-- হেলায় দোলায় আর নাচায় অন্তর । সে রন্ধে পূরিয়া তান, গায় না এখন গান, সুকণ্ঠ-মুরলী যোগে কুঞ্জের গায়ক,— সে রসে হুইয়া বশ ধার না নায়ক ! নিকুঞ্জের সে প্রকার, না দেখায় শোভা আর, ফিরেছে সে শোভা কিম্বা ফিরেছে নয়ন,— দেখায় সকলি যেন নুতন নুতন। এই খানে সংসারের, জড়িত দারুণ ফের, কেন রে অস্তর, অ্যাথি, কেন ব্ল শ্রবণ ! ভাবিস, দেখিল, তোরা শুনিস, এমন ? সেই সে কুসুম ফোটে, সেই গন্ধ এই ছোটে ; সেই সে কোকিল-নাদ, অলির গুঞ্জর কেন রে সেরূপ হতো তখন অন্তর ? : কে দেখাত সে প্রকার, কুঞ্জের সৌন্দৰ্য-ভার ? : কে শুনাত বিহঙ্গের গানরে তেমন ? সেই ত নয়ন এই,-সেই ত শ্রবণ ।