পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ। 89 "ভাবের সাগরে হই অমনি মগন । প্রেসন্ন হষ্টয়া দীনে, দেখা দেহ দিনে দিনে, কত কাল ভ্রম চক্রে ভ্ৰমিব এমন । মজি ঋষি প্রেমকূপে, ব্ৰহ্মতত্ত্ব এইরূপে, জিজ্ঞাসেন কৌতুকে সবার। ব্ৰহ্ম-জ্যোতিঃ অবন্তরি, সন্ন্যাসীর বেশধরি, উপনীত যোগীন্দ্র স্থায় । প্রণমিয়া ঋষিবর, মান কৈল৷ বহু হর, সন্ন্যানী বলেন—গুন ভূপ ! বে জন জগত স্বামী, তার জ্যোতিঃ হই আমি, শুন তার তত্ত্ব অপরূপ,— সে দেব অচিন্ত্য ভাব, उँद्धद क८ब्रन ऊांव, স্তশ্বব জঙ্গম আদি করি ; নিৰ্ব্বিকল্প নিরাময়, যাতে ভব ভয় ক্ষয়, অপার সংসার পিন্ধু তরি । দেশকাল পরিচ্ছিন্ন, ভুবন হইতে ভিন্ন, যদ্বারা আশ্বাস্য বিশ্বলোক ; গতি কার্য্য বিবর্জিত, সৰ্ব্বদা সৰ্ব্বত্রস্থিত, ক্রান্তদশী বিগত বিশোক । পুরাতে লোকের ইষ্ট, সৰ্ব্বহৃদে সন্নিবিষ্ট, তদগত হইলে জীবে পায় ; সামান্য জ্ঞানের প্রতি, সে তত্ত্ব দ্বজ্ঞের অতি, স্বাক্ষ মার্গে বোধ নাহি যায়।