পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

/: মুখবন্ধ । প্রায় ১৪ । ১৫ বৎসর হইল আমার জ্যেষ্ঠাগ্রজ মহাশয় এই অভিনব কাব্য থানি রচনা করিয়া ফেলিয়া রাখিয়াছিলেন । এখানি মুদ্রিত বা জনসমাজে প্রকাশ করিবার তাহার ইচ্ছা ছিল না। সংগ্ৰতি এক দিবস হস্তলিখিত পুস্তক খানি আমার হস্তে পতিত হয়; আমি পাঠ করিয়া দেখিলাম বৈরাগ্য-বিপিনবিষ্কার বাঙ্গালা ভাষায় একখানি অপূৰ্ব্ব অত্যুৎকৃষ্ট কাব্য। এধীন সৰ্ব্বসাধারণে প্রকাশিত হওয়া আবশ্যক ; বস্তুত অভিনিবেশ পূৰ্ব্বক একবার পাঠ করিলেই কাব্যানুরাগী সপ্তদয় ব্যক্তি মাত্রেই বুঝিতে পাবিবেন এই গ্রন্থের উদেশ্য কিরূপ মহৎ এবং কবি ইহাতে কিরূপ অসামান্য কবিত্বশক্তি প্রকাশ করিয়াছেন । কিন্তু তথাপি আমি এক আমার রুচির উ পরেক্ট নির্ভর করিয়া এই ব্যয়সাধ্য কার্য্যে হস্তক্ষেপ করিতে সাহসী হইতে পারিলাম না। বঙ্গদেশের অনেকগুলি প্রসিদ্ধ পণ্ডিত ও কাবামুরাগী মুরুচিসম্পন্ন ব্যক্তিকে আমি এথানি দেখাই, তাহারা পাঠ করিয়া সকলেই মুক্তকণ্ঠে ইহার প্রশংসা করিয়াছেন। আমি সেই সাহসে উৎসাহিত হইয়া বৈরাগ্যবিপিন-বিহার মুদ্রিত ও প্রকাশ করিলাম। এক্ষণে কাব্যরসপ্রিয় পাঠকগণ এখানি পাঠ করিয়া মুণী হইলেই আপনাকে কৃতাৰ্থ বোধ করব । ब्राछठl वैशब्रिtगांश्न भूभांशांशात्र। ২০ এ ফাল্গুন । প্রকাশক।