পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$5 বৈরাগ্য বিপিনবিহার। হৃদয় কুঞ্জের নাথ ! ঋতুরাজ তুমি, তোম। হেরি মুঞ্জরে মানস । সংসার-কার্যোতে হয় ; শুষ্ক প্রায় এ হৃদয়, তোমাকে তখন, করিলে’ম্মরণ, প্রেমেতে প্রফুল্ল চিত হয় হে সরস । তুমি জলধর শোভা—সুন্দব-বরণী— মম মন-ময়ুব-বাসনা । তুমি সংসারের সার, তুমি স্বধ রসাধার, তুমি ख्गम मने, অমুল্য রতন, তব নামামৃত পানে সস্তুপ্ত রসন । তুমি স্নিগ্ধ তরুচ্ছায়া-তৃপ্তি-বিধারিনী যাহে পাপ-তাপের নির্বাপ । দূর হয় মহা শ্রান্তি, অনায়াসে পাই শাস্তি, হে নাথ যখন, হয়ে তৃপ্ত মন, তোমার চরণ তলে করিহে পরীণ । উত্তঙ্গ তরঙ্গময় হস্তর পাথরে - তুমি ভেলা নির্ভয় আমার। করাল কালের ভয়, তব নামে দূর হয়, তুমি হে দোসর, সংসার ভিক্টর, ছুঃখের কাহিনী অন্যে কেবা গুনে আর ।