এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
*৬ বৈরাগ্যবিপিনবিহার i গিরির গহবরে ধ্বনি হলো সেইক্ষণে,—
- আমি ত কৈ ভুলি মাই সে বিশ্বরঞ্জনে ?” এই রূপ শবগুনি, চৌদিকে চাহিয়া মুনি,
শৈল হতে এলো ধ্বনি বুঝিলেন মনে । যোগীর সরস বাণী শুনিয়া শ্রবণে, উত্তর না দিয়া গিরি থাকিবে কেমনে ; তাই প্রতিধ্বনিচ্ছলে, কহিলেন কুতূহলে,—
- আমি ত কৈ ভুলি নাই সে বিশ্বরঞ্জনে "।
গিরি প্রক্তি কহিলেন ধীর তপোধন,—
- ধন্য পুণ্যবান তুমি জানিছু এখন । ভব ধন্য তব গুণে, তোমার স্বৰাক্য শুনে,
श्रांभि शन],-थमग्न मम अमम छौबन । এইরূপে শৈল সঙ্গে সম্ভাষণ করে, অন্য দিকে যান যোগী প্রফুল্ল অন্তরে। অপূৰ্ব্ব কাস্তার কাস্তি কে করে দর্শন, নানা পুষ্প বিকসিত বিচিত্র বরণ । সে পুষ্প পরাগ সব উড়ে বায়ু ভরে, গৌরভোসকল বন আমোদিত করে। পীত-প্রভ সংযুত হারিত অম্বুরাগে, শ্যামল তমাল ৰনে দিবানিশি জাগে। কদম্ব কানন মাঝে কলাপী কলাপ, কেকারব করি সব দূর করে ভাগ ।