পঞ্চম সৰ্গ । ぐうむ খাদ্যদ্রব্য-অংশ কিছু দান করি তারে, আপনি তাহার পর বৈসেন আহারে । আমারে ভূষিত যত ভ্রমরে দেখিয়া, কেমনে খাইবে মধু অংশ নাহি দিয়া, বিবেকী অলির আহ। কব কিবা গুণ পিযুষ ঢালিয়া দিল করি গুন, গুন, । যদি কেহ সব সুধী আনে একবারে, তবু তার তুল্য হতে পারে কি না পারে ? অমৃত অধিক হেন সুমধুর ধন, কুঞ্জ বিন আর কোথা হয় উপাৰ্জ্জন ? যেই জন পাইয়াছে এ সব সন্ধান, এ রসে হয়েছে আদ্র যাহার পরাণ, সেই জানে কি রসেতে রাঙ্ক্যত্যাগ ক’রে, বনচারী আজি আমি কানন ভিতরে । কুঞ্জ সঙ্গে আলাপন করে মন সুখে, উপনীত হন যোগী হ্রদের সম্মুখে । মনোহর হ্রদ অতি শোভিত শোভায়, জলচরগণ মুখে কেলী করে তায় । নানা জাতি পুষ্প সব হয়ে বিকলিত, তজল রেণুর গন্ধে করে আমোদিত । শোভা হেরি ষোগিবর বলে,-“মরি মরি, জীবন জুড়াল হ্রদ দরশন করি। অনিত্য কিছার মুখ ভোগের কারণ, সংলারেক্তে কত কাল করেছি হরণ ।
পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।