পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সর্গ। ৬৭ ঈষদ, বিকচ থাকে পদ্ম যে সময়, মত্ত অলি চুম্বনে যে শোভা তাতে হয়,সে শোভা দেখিলে পরে কে বা আর চায়, \ পুষ্টতঃ পয়োধরা নব যৌবনায় ? - দেখিলে এ হেন চারু সরল মুর্ণাল, আর কি নারীর বাহু বোধ হয় ভাল ? পরিস্নিগ্ধ জল মধ্যে সরোজ মাঝারে, রাজহংস রাজহংসী সুন্দর বিহারে, তাদের চলন দেখে মনোহর অতি, ভাল নাহি লাগে আর সস্থর যুবতী । নারীর যেীবন গেলে আর নাহি ফিরে, অধিক মাহাত্ম্য আছে এ হ্রদের নীরে,— ইহার যৌবন গিয়া অাসে বার বার, সঙ্গে লয়ে অনুপম শোভার ভাণ্ডার । বাড়বাগ্নি রমণীর যোঁধন-সাগরে, দূর হতে দেখিলে সে তযু তপ্ত করে ; নামিলে তাহার জলে নিস্তার কে পায় ? ধৰ্ম্মভয় ধ্যান জ্ঞান সব পুড়ে যায়। । এ জলের গুণ আছে গরিষ্ঠ তাহার, হেরিলে চক্ষুর ঘুচে পাপ তাপ ভার ; সলিল মাঝারে বপু চালি দিলে পর, অমনি শীতল হয় সৰ্ব্ব কলেবর । সকলি পবিত্র দেখি এ হ্রদের মাজ, { মূৰ্ত্তিমী হয়ে শাস্তি কৰিছে বিরাজ ।