পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য-বিপিন-বিহার । ষষ্ঠ সৰ্গ । গভীর ত্রিযামা,—ঘোর কাস্তার গভীর ; নিস্তব্ধ নিদ্রার কোলে স্বভাব সুস্থির। কেবল গিরির অঙ্গে, ঝঝর পবন সঙ্গে, কখন নিস্বন শব্দ তরুর শাখায় ; দুরেতে বিহগ-রব কভু বা শুনায় । ভূধর হৃদয় ঘটে, উৎপুত প্লাবন ছুটে, উছলি সলিল-স্রোত ছাড়িছে কল্লোল ; বহিছে সে ধ্বনি কহু মারুত হিল্লোল । স্তন্ধ এবে পর্ণ-গোহ ; শৈবালে কমল দেহ, শিথিল নিদ্রার ঘোরে, – রয়েছে পতিত ; অদূরে জীবাত্মা ভ্ৰমে চিন্তার সহিত । ভ্ৰমিতে ভ্ৰমিতে পরে, দুরেতে কুটার ঘরে, দেখেন বলিয়া এক সন্ন্যাসী সুজন ; আশ্চৰ্য্য মুরতি তার না দেখি তেমন । নাই রূপ লে প্রকার ; নাই বস্ত্ৰ অলঙ্কার ;