পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য-বিপিন-বিহার হেলায় সকলে পার করিতেছ তবে । তোমা ভিন্ন এ কৰ্ম্ম কি আপরে সস্তৰে ? যদ্যপি সদয় চিতে, ইচ্ছা তব শিক্ষা দিতে ; কি গ্রন্থ করিব পাঠ কহ, মহাশয় ? কি শাস্ত্রে হইবে মম জ্ঞানের উদয় ? * হাসি তত্ত্ব-জ্ঞান কন,— * গ্রন্থে নাহি প্রয়োজন ; স্বভাব-পুস্তকে নানা নীতি যায় দেখা, তত্ত্ব-হীন অন্ধের অদৃশ্য সেই লেখা । স্বভাবের যথা তথা লেখা আছে নীতি-কথা । লেখা-রেখা পণ্ডুিতে পণ্ডিতে হয় দড়, মূর্থের নয়নে লাগে কেবল অ্যাচড় । ষড় ঋতু আসে যায়, রবি শশী শোভা পায়, ঘামিনী প্রভাত হয় দেখা দেয় দিবা ; পৰ্য্যায়-শৃঙ্খলে গাথা সামঞ্জস্য কিবা । আকাশে প্রকাশে তারা ; মেঘে ঢালে জল-ধারা ; রচনা কৰ্ত্তার ইথে প্রকাশ যে গুণ, সেই জানে এ পাঠ যে পড়িতে নিপুণ । निच्éरन निंचिट्ठे भ८म, नौठि-*ांङ्ग चाथग्नब्रटम,