পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য-বিপিনবিহার। কুটিল নয়নে পুনঃ জিজ্ঞাসেন তায়,— * কে হে তুমি পরিচয় দেহ না আমায় ? ' ছায়ারও সে রূপ দেখে বিকট লোচন, জ্ঞান পেয়ে কন যোগী মধুর বচন, — আজি আসি স্থালি হাসি তটিনীর তীরে, তোমারে হেরিকু, ছায়া ! সুনিৰ্ম্মল নীরে । আলাপ করিমু হেসে কেবা তুমি বলে, তুমিও হাসিলে মোরে দেখে কুতূহলে । . কিন্তু কি বলিলে মোরে নরিমু বুঝিতে, কেবল মুখের ভঙ্গী পাইকু দেখিতে । * কি বলিলে ? : ব’লে করি ভ্রুকুট ক্ষেপণ, তুমি ৪ দেখালে মোরে কুটিল লোচন । জ্ঞান পাইলান দেখে তোমার স্বভাব,— (. ভাব দেখােব অন্যে, দেখিব সে ভাব |) প্রিয় বাক্য বলে আমি ডাকিব লে জনে, সে জন ডাকিবে মোরে আমির বচনে । ভাল শিক্ষা পেরেছিলে শিখাইলে ভাল, ঘোরতর অর্ণধার হৃদয়ে হলো আল । [ وان ]۔ এইরূপে ছায়ারে সপ্তষ্ট করি ভৰে, ভ্রমণ করেন ঋষি তালি স্বখাৰ্শৰে । দেখেন কুলের কাছে সারস বিহঙ্গ, छांत्रिण छसिक थक क'रब भइtङ्गजू ।