পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য-বিপিন-বিহার ।

সপ্তম সর্গ L জাহরি এরূপে তত্ত্ব ঋষি-শিরোমণি, ভুঞ্জেন বিমল স্থখ সব। বিগত বিরাগ, পরিশূন্য-মোহ-দ্বেষ ; .অরণ্যে অনন্ত জ্ঞান,পাইরা বিশেষ, ধোগে মগ্ন যথা মহাযোগী বোমকেশ, বাঞ্ছা করি অভয়-বিভব । ভক্তি-রসে সিক্ত প্রাণ, মত্ত মন গ্রেমে, গুণ-গানে সম্পজ রসন । আমরি ? কি সুখ দিল বন-নিকেতন ; মিলে নাই হেন মুখ জনমে কথন ; অরণ্য ত্যজিয়া নিজ হিরণ্য-ভবন যেতে আর না হয় বাসন ! স্থির-চিত্ত-নিরালদা,-ভোগ তৃবা-হীন, অহনিশ মুদ্রিত-লোচন । একাস্তে ভাবেন ব্ৰহ্ম-পদ-নিরাধার। - ক্ষণিক না ভাবি দশা কি হলো তাছার, পতি-রত্ব বিনা স্বধু হাহাকার সার গৃহে যার হয়েছে এখন ।