\) বৈরাগ্য শতক । কালঃ ক্ষণ দণ্ড মূহূৰ্ত্তাদি ন ন যাতং গত হইয়াছে বয়স্থ আমরা এব’ই যাতাং গত হইয়াছি তৃষ্ণ আশা ন ন জীর্ণ জীর্ণ হইয়াছে বয়ম্ আমরা এব’ ই জীর্ণাঃ জীর্ণ হইলাম। ৮। ভোগ্য বস্তু ভোগ করি নাই কিন্তু আমরাই ভক্ষিত হইয়াছি, তপস্যা করি নাই কিন্তু আমরাই সন্তগু হইয়াছি, কাল গত হয় নাই কিন্তু আমরাই গত হইয়াছি, তৃষ্ণ জীর্ণ হয় নাই কিন্তু আমরাই জীর্ণ হইলাম। ৮ ॥ বলিভিমুখমাক্রান্তং পলিতৈরঙ্কিতং শিরঃ। গাত্রাণি শিথিলায়ন্তে তৃষ্ণৈক তরুণায়তে ৯ ॥ • বলিভিঃ' লোল মাংস মুখস্থ মুখ আক্রান্তই আক্রমণ করিয়াছে ‘পলিতৈঃ শুক্ল কেশ অঙ্কিতং চিহ্নিত হইয়াছে "শিরঃ মস্তক “গাত্রাণি অঙ্গসমুদায় ‘শিথিলায়ন্তে অবশ হইতেছে ‘তৃষ্ণা আশা ‘এক কেবল তরুণায়তে তৃতন হইতেছে। ৯। লোল মাংসে মুখ বিত্র হইয়াছে, মস্তকস্থ কেশজাল শুক্ল হইয়া গিয়াছে, অঙ্গসমুদায় অবশ হইতেছে, (অর্থাৎ মৃত্যুর আর বড় বিলম্ব নাই ) কিন্তু আশা নিত্য নূতন হইতেছে। ৯ ॥ নিরন্ত ভোগেচ্ছ। পুরুষবহুমানে বিগলিতঃ সমানঃ স্বর্যাতাঃ সপদি মুহৃদো জীবিতসমাঃ । শনৈর্ঘন্টুথানং ঘনতিমিররুদ্ধে চ নয়নে অহে দুষ্টঃ কায়স্তদপি মরণোপায়চকিতঃ । ১০ ॥ নিবৃত্তা নিবৃত্ত হইয়াছে ‘ভোগেচ্ছ বিষয় ভোগের আকাঙ্ক্ষা পুরুষবহুমানঃপৌরুষাভিমান বিগলিতঃ নষ্ট হইয়াছে 'সমানঃ সমবয়স্ক স্বঃ স্বর্গ যাতাঃ গিয়াছেন সপদি সম্প্রতি সুহৃদঃ বন্ধুবৰ্গ : জীবিতসমাঃ প্রাণভূল্য শনৈঃ অল্পে২ ঘন্টাখনং
পাতা:বৈরাগ্য শতক.djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।