বৈরাগ্য শতক । q যষ্টির উৎক্ষেপণ ( অর্থাৎ দণ্ডধারণ ) ‘ ঘনতিমিররুদ্ধে’ নিবিড় অন্ধকারে আবৃত চ এবং ‘ নয়নে নয়নদ্বয় অহো আশ্চৰ্য্য দুষ্টঃ দোযপূর্ণ কায়ঃ দেহ তদপি তথাপি মরণোপায়চকিতঃ মরণ প্রাপ্তিতে ভয়যুক্ত। ১০। বিষয় ভোগের আকাঙ্ক্ষ নিরন্ত হইয়াছে, পৌরুষাভিমান নষ্ট হইয়াছে, প্রাণভুল্য সমবয়স্ক মিত্রগণ সম্প্রতি লোকান্তর গত হইয়াছেন, চলিতে অশক্ত হইয়া যষ্টি ধারণ করিয়াছি, নয়ন দ্বয় ঘোরান্ধকারে আরত হইয়াছে, আশ্চৰ্য্য! তথাপি এই দুষ্ট দেহ মরণ স্মরণে ভীত হইতেছে। ১০ ॥ আশা নাম নদী মনোরথজলা তৃষ্ণতরঙ্গাকুল৷ রাগগ্রহবর্তী বিতকবিহুগা ধৰ্ম্মদ্রমধংসিনী । মোহাবৰ্ত্তমুদ্রস্তরাতিগহনা প্রোস্তুঙ্গচিন্তাতটা তস্যাঃ পারগতা বিশুদ্ধমনসো নন্দন্তি যোগীশ্বরীঃ । ১১ আশা তৃষ্ণ ' নাম’ আখ্যা ‘ নদী সরিং মনোরথজলা মনোরথারূপ জল পূর্ণ ‘তৃষ্ণতরঙ্গাকুলা তৃষ্ণ রূপ তরঙ্গ ব্যাপ্ত রাগগ্রাহল তী’ অনুরাগ রূপ নক্রাদি বিশিষ্ট বিতর্কবিহগী কুতর্ক রূপ বিহঙ্গমযুক্ত ‘ধৰ্ম্ম ক্রমধ্বংসিনী’ ধৰ্ম্মরূপ বৃক্ষের বিনাশ কারিণী ‘মোহাবৰ্ত্তসুদুস্তরা' মোহরূপ জলভ্রম দ্বারা অতি দুস্তর ‘ অতিগহনা অতিদুর্গম প্রোস্তৃঙ্গচিন্তাতটা অতি উচ্চ চিন্তা রূপ ভট যুক্ত ‘তস্যাঃ তাহার পারগতাঃ পারগামী বিশুদ্ধমনসঃ বিশুদ্ধfচত্ত নন্দন্তি আনন্দিত হয়েন “ যোগীশ্বরাঃ" যোগীশ্ৰেষ্ঠ সকল । ১১ ॥ আশা নামে নদী, মনোরথৰূপ জলে পরিপূর্ণ, তৃষ্ণাৰূপ তরঙ্গ ব্যাপ্ত, অনুরাগ ৰূপ হিংস্র কুম্ভীরাদি ইহাতে পরিভ্রমণ করিতেছে, কুতৰ্ক ৰূপ জলচর বিহঙ্গম সকল ইতস্ততঃ সঞ্চরণ করিতেছে, ধৰ্ম্মৰূপ তটতরুগণ সমূলে উন্মলিত হইতেছে,
পাতা:বৈরাগ্য শতক.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।