বৈরাগ্য শতক । > x কবিবর মহাশয়র নারী শরীরকে, বাস্তবিক নিন্দনীয় হইলেও গৌরবান্নিত করিয়া তুলিয়াছেন। ১৫ ॥ ভিক্ষাশনং তদপি নীরসমেকবারং শয্যা চ ভূঃ পরিজনো নিজদেহমাত্ৰম্। বস্ত্রঞ্চ জীৰ্ণপটখণ্ডনিবদ্ধকন্তু। হাহা তথাপি বিষয়ান ন পরিত্যজন্তি। ১৬। ‘ভিক্ষাশনং’ ভিক্ষালব্ধ অন্ন ভোজন' তৎ’ তাহ ‘ অপি’ ও ‘নারসমৃ মধুরাদি রস হীন একবরং একবার শয্যা শয্য 'চ' এবং “ভূঃ পৃথিবী পরিজন পরিবার নিজদেহমাত্র স্বীয় শরীরমাত্র বস্ত্ৰং বসন " চ’ এবং জীর্ণপটখণ্ডনিবদ্ধকস্থা জীর্ণ বস্ত্রখণ্ডে রচিত কস্থা হা হা হায় হয় তথাপি তবুও বিষয়ান্ বিযয় সকল “ ন’ না পরিত্যজন্তি’ পরিত্যাগ করিতেছে। ১৬। ভিক্ষালব্ধ নীরস অন্ন একাহার, ভূতল শয্যা, স্বীয় শরীরমাত্র পরিবার, জীর্ণ বস্ত্রখণ্ড রচিত কন্থাই পরিধেয়, হায় হায়! এমন অবস্থাতেও লোকে বিষয় বাসনা ত্যাগ করে না। ১৬ ॥ অজান মাহাত্ম্যং পততি শলত স্তীব্ৰদহনে স মনোহপাজ্ঞানাং বড়িশযুতমশ্নতি পিশিতম। বিজানন্তোইপেতে বয়মিহ বিপজ্জালজটিলান ন মুঞ্চামঃ কামানহহ গহনে মোহমহিম। ১৭ ॥ অজানন্’ না জানিয়া মাহাত্ম্যং প্রভাব পতfত পতিত হয় ‘শলতঃ’ পতঙ্গ তীব্ৰদহনে দীপ্ত অগ্নিতে "সঃ’ সেই মীনঃ’ মৎস্য ‘অপি’ ও ‘অজ্ঞনাং অজ্ঞানবশতঃ ‘বড়িশযুক্তম বড়িশ যুক্ত অশ্নাতি ভোজন করে পিশিস্তম্ মাংস বিজানন্তঃ বিশেষ জীfনয় ‘অপি’ ও ‘এতে এই বয়স্থ আমরা ইহা এই সংসারে বিপজ্জালজটিলান্ বিপদ সমুহে আবৃত ন ন মুঞ্চামঃ ত্যাগ করিতেছি
পাতা:বৈরাগ্য শতক.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।