পাতা:বৈরাগ্য শতক.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o বৈরাগ্য শতক। তুমি নিজে প্রসন্ন হইলে, তুমি নিজে শাস্ত হইলে চিন্তামণি ৰূপ গুণ স্বয়ং অন্তরে উদয় হইবে, তাহা হইলে তোমার কি অভিলষিত সিদ্ধি ন হইবে । ৫৯ ৷ পরিভ্রমসি কিং রথ কচন চিত্ত বিশ্রাম্যতাম্ স্বয়ং ভবতি যদ্যথা ভবতি নান্যথা তত্তথা। অতীতমপি ন স্মরন্নপিচ ভাব্যসঙ্কল্পয়ন্‌ অতর্কিতগমাগমাননুভবম্ব ভোগানিহ । ৬০ ॥ পরিভ্রমসি’ ভ্ৰমণ করিতেছ 'কিং কেন বৃথা বিফল কচন কোন স্থানে " চিত্ত’ হে মন ‘বিশ্রাম্যতাং বিশ্রাম কর " স্বয়ং’ অtপনি ভবতি হয় ‘ যং যাহা ‘ যথা যে প্রকার ‘ ভবতি হয় “ ন’ না অন্যথা অন্যপ্রকার ‘তৎ তাহ তথা সেই প্রকর । অতীতম্ ভূত ‘ অপি’ ও ‘ ন ন স্মরন্‌ স্মরণ করিয়৷ ‘ অপিচ এবং ভাবি ভবিষ্যৎ অসঙ্কল্পয়ন্‌ চিন্তান করিয়া ‘অতর্কিতগমাগমান অনন্তভূক্ত গমনাগমন বিশিষ্ট ' অনুভবস্ব অনুভব কর । ভোগান বিষয় ভোগ ‘ ইহ এই সংসারে। ৬০৷৷ হে মন! তুমি কেন ব্লথ ভ্রমণ করিতেছ? কোন নিৰূপিত স্থানে বিশ্রাম কর, স্বয়ংই যাহাযেৰূপ হইবেক কদাপি তাহার অন্যথা হইবেক না। অতএব গতানুস্থচনা ও ভবিষ্যৎকগন না করিয়া এই সংসারে উপস্থিত বিষয় সকল ভোগ কর। বিযয়ের স্থিতি বা অস্থিতি অগ্রে কেহই স্থির নিশ্চয় করিতে পারে না । ৬০ ৷ এতস্মাৎ বিরমেন্দ্রিয়ার্থগহনাদায়াসকাদাশ্রয়াৎ শ্রেয়োমাগমশেষজুঃখশমনব্যাপারদক্ষং ক্ষণাৎ । আত্মীভাবমুপৈহি সন্ত্যজ নিজাং কল্লোললোলাং মতিং ম। ভূয়োভজ ভঙ্গুরাং ভবরতিং চেতঃ প্ৰসীদাধুন। ৬১।