পাতা:বৈরাগ্য শতক.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

է , বৈরাগ্য শতক। ভূ ভূমি পর্যাঙ্ক খটা নিজভূজলভ্য আপন বাহুবল্লী কন্দুকং বালিশ খং আকাশ “ বিতানং চন্দ্ৰাতপ * দীপঃ প্রদীপ “ চন্দ্রঃ শশী । বিরতিবনিতালব্ধসঙ্গপ্রমোদঃ বিশ্রান্তিরূপ কান্ত সঙ্গে সন্তুষ্ট দিক্কান্তাভিঃ দিকরূপ কামিনীরা ‘ পবনচমরৈঃ’ বায়ুরূপ চামর দ্বারা বীজ্যমনঃ ব্যজন করিতেছে সমন্তাৎ চারিদিকে ভিক্ষুঃ ভিক্ষাকারী ‘শেতে শয়ন করেন নৃপঃ রাজা ‘ ইব’ স্যায় ভুবি পৃথিবীতে ‘ত্যক্তসৰ্ব্বস্থহঃ সকল অভিলাষ ত্যাগ করিয়া ‘ অপি' ও । ৮৫ ৷ এই ভূমণ্ডলে ভিক্ষু ব্যক্তি সমুদায় মনোরথ পরিত্যাগ করিয়াও রাজার ন্যায় শয়ন করিয়া থাকেন, পৃথিবীই তাহার পর্যাঙ্ক, নিজ বাহুলতা উপাধান, গগণমণ্ডল চন্দ্ৰণতপ, এবং চন্দ্রই প্রদীপ ; বিশ্রান্তিৰূপ কান্তার সঙ্গে তিনি প্রমোদ লাভ করেন, এবং দিক স্বৰূপ কামিনীরা তাহার চতুর্দিকে সমীরণ স্বৰূপ চামর ব্যজন করিতে থাকে। ৮৫ ৷ ব্রহ্মাণ্ডে মণ্ডলীমাত্রং কো লোতোহয়ং মনস্বিনঃ । শফরীক্ষুরিতেনান্ধেঃ ক্ষুব্ধতা জাতু জায়তে ॥৮৬ ব্রহ্মাণ্ডঃ জগৎ মণ্ডলীমাত্ৰং মণ্ডলাকার মাত্র ‘কঃ কি ‘ লোতঃ লিঙ্গ ‘ অয়ং এই মনস্বিনঃ পণ্ডিতের শফরাস্ফুরিতেন পুটি মাছের লম্ফ ঝম্প দ্বারা অন্ধেঃ সমুদ্রের ক্ষুব্ধতা চঞ্চলত জাতু কদাচিৎ ‘ জায়তে জন্মায়।।৮৬। এই ব্ৰহ্মাণ্ড কেবল মণ্ডলাকার মাত্র, ইহাতে পণ্ডিতের কেন লোভ হইবে ; শফরীর ক্ষুরিত দ্বারা গভীর সমুদ্রে কি কখন চঞ্চলতা জন্মিতে পারে ? ৷ ৮৬ | যদাসীদজ্ঞানং স্মরতিমিরসংস্কারজনিতং তদা দৃষ্টং নারীময়মিদমশেষং জগদপি । ইদানীমন্মাকং পটুতরবিবেকাঞ্চনজষাং