\98 বৈরাগ্য শতক। মস্তকের খুলি যন্ত যাহার উচ্চৈঃ উচ্চ বিনিহিত অর্পণ করিয়াছেন । অলঙ্কারবিধয়ে ভূষণ বিধানর্থ নৃভিঃ মনুষ্যদ্বার। প্রাণত্রাণপ্রবণমতিভিঃ প্রাণরক্ষার্থ নতমানস কৈশ্চিৎ কতগুলি অধুনা এক্ষণে নমদ্ভিঃ প্রণামকারী ‘কঃ কি পুংসমৃ পুরুষদিগের ‘ অয় এই ‘ অতুলদর্পজরভরঃ অত্যন্ত অহঙ্কার জ্বরের তার ৷ ৯৮ ৷৷ মহাদেব যাহার মস্তকের ধবলবৰ্ণ কপাল ভূষণ বিধানার্থ শিরে ধারণ করিয়াছেন সেই ব্যক্তিই যথার্থ জন্ম গ্রহণ করিয়াছিলেন ; নতুবা কতকগুলি লোক প্রাণ রক্ষার্থ বিনীতভাবে প্রণাম করিতেছে বলিয়, এক্ষণে পুরুষদিগের এ কি প্রবল অহঙ্কার জ্বরের প্রান্ধুভাব । ৯৮ ৷৷ যদা কিঞ্চিজজ্ঞোহহং দ্বিপইব মদান্ধঃ সমভবং তদা সৰ্ব্বজ্ঞোহম্মীত্যতবদবলিপ্তং মম মনঃ। যদা কিঞ্চিৎ কিঞ্চিৎ গুরুজনসকাশাদধিগতং তদা মুখোহশ্মীতি জ্বরইব মদে৷ মে ব্যপগত ॥৯৯ “যদা যখন " কিঞ্চিজ্ঞঃ কিঞ্চিৎজ্ঞানবান্ ! অহং আমি দ্বিপঃ হস্তী ইব’ দ্যায় ‘ মদীন্ধঃ মত্ততায় অন্ধ সমভ বং’ হইয়াছিলাম । তদ। তখন “ সৰ্ব্বজ্ঞঃ সকল দানবান্ " অন্মি হইয়াছি ‘ ইতি এইরূপ * অভবৎ’ হইয়াছিল ‘ অবলিপ্তং আহস্কৃত ‘ মম’ আমার মনঃ মন যদ যখন কিঞ্চিৎ কিঞ্চিৎ কিছু কিছু গুরুজনসকশোঙ’ গুরুজনের নিকটে ‘ অধিগতং জানিলাম । তদা' তখন মুখঃ মূঢ় অম্মি আমি ইতি এইহেতু স্বরঃ জ্বর ইব’ দ্যায় মদঃ’ অহঙ্কার ‘ মে’ আমার ‘ ব্যপগতঃ’ নষ্ট হইল । ৯৯ ৷ যখন অল্প জ্ঞানবান হইয়াই হস্তীর ন্যায় মদান্ধ হইয়াছিলাম তখন আমি সৰ্ব্বজ্ঞ এই বলিয়া আমার চিত্ত গৰ্ব্বিত হইয়াছিল। কিন্তু যখন গুরুজনের নিকট যৎকিঞ্চিৎ
পাতা:বৈরাগ্য শতক.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।