পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় দিগ্বিজয় ও প্রচার আনন্দতীর্থ দেশে দেশে ও গ্রামে গ্রামে উপস্থিত হইয়া বিভিন্ন বিদ্বৎসভা আহবানপূর্বক শ্রেীতবাণী প্রচার করিয়া শ্রব্যাসের মনোহভীষ্ট শ্ৰীমধবাচার্য্য বৃহস্পতি প্রচার করিতে লাগিলেন । কোন এক সভায় হইase s৮ জনৈক শ্রেষ্ঠ পণ্ডিত ঐতরেয় উপনিষদের একটি স্বত্ত উল্লেখ-পূর্বক মধবাচার্য্যের নিকট হইতে ঐ স্থক্তের অর্থ - শ্রবণ করিবার জন্য প্রার্থন জানাইলেন । মধবাচার্য্য যোগ্য মাত্রা ও মনোহর বণৰ্প যোজনা করিয়া জলদগম্ভীরস্বরে যখন ঐ স্বাক্ত উচ্চারণ করিলেন, তখন ব্রাহ্মণগণ শ্ৰল মধবাচার্য্যের বেদোচ্চারণের প্রণালী দর্শন করিয়া, মধ্বমুনি এ বিষয়ে বৃহস্পতিকেও অতিক্রম করিয়াছেন,—এইরূপ অনুভব করিতে লাগিলেন । কিন্তু মধবাচার্য্য যেরূপ অর্থ করিয়াছিলেন, ব্রাহ্মণগণ সেইরূপ অর্থ না করিয়া অন্তরূপ অর্থ করিলেন । তাহাতে মধবাচার্য্য বলিলেন,--“আমি সুক্তের যেরূপ অথ বলিয়াছি, তাহাও সঙ্গত এবং আপনাদের অথও অসঙ্গত নহে । শ্রুতির তিন প্রকার, মহাভারতের দশ প্রকার ও বিষ্ণুসহস্ৰ-নামের একশত প্রকার ব্যাখ্যা হইয় থাকে।” এই কথা শুনিয়া ব্রাহ্মণগণ পূর্ণপ্রজ্ঞকে পরাজয় করিবার ইচ্ছায় তাহার নিকট বিষ্ণুসহস্ৰ-নামের একশত প্রকার অর্থ শুনিতে চাহিলেন । [ را ه لا ]