পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়—বদরিকাশ্রমে প্রতি রুপারূপ মন্দার দ্বারা মথিত হইল, তখনই বেদত্রর প্রকাশ হইয়াছিল। মহাভারত পারিজাত-বৃক্ষের সহিত পুরাণ-মুধাকর উৎপন্ন হইলে ব্ৰহ্মস্থত্রামুতের উদ্ভব হইল । উত্তম আজিনে নীলোৎপলকান্তি শ্রব্যাসদেব যোগাসনে বসিয়া আছেন। মুনিবংশচুড়ামণি বেদব্যাস র্তাহার সুবিশাল হৃদয়ে বেদান্ত ও উপবীত—এই দ্বিবিধ ব্রহ্মস্বত্র ধারণ করিয়াছেন । তাহার দক্ষিণহস্তের অঙ্গুলিশ্রেণীর জ্ঞানমুদ্র ভক্তগণের অজ্ঞান নাশ করিতেছে এবং অপর হস্তের অঙ্গুলিপংক্তি সংসারভয় দূর করিয়া পরম মঙ্গল বিতরণ করিতেছে। তাহার কণ্ঠদেশের রেখাত্রয় যেন ত্রয়ী দ্বার অঙ্কিত হইয়াছে। বেদব্যাসের সরস্বতী এককালে দ্বিজগণের সহস্ৰ সহস্র প্রশ্নের উত্তর প্রদান করিতেছে। স্বয়ং লক্ষ্মীদেবীও ভগবান শ্ৰীব্যাসদেবের একটিমাত্র পদ-নথের অনন্ত সদ গুণ নিরস্তর গণনা করিয়া নিৰ্দ্ধারণ করিতে সমর্থ হন নাই । শ্ৰীমধবাচার্য্য সেই শ্ৰীব্যাসদেবের শ্রীচরণ-সমীপে উপস্থিত হইয়া সাষ্টাঙ্গে প্রণত হইলেন । শ্ৰীব্যাসদেব শ্ৰীমন্মধ্বকে উত্তোলন করিয়া আলিঙ্গন করিলেন । কনক-কাকি শ্ৰীমন্মধবাচার্য্যের শ্ৰীমুধবাচার্য্যের sa সহিত নীলকাস্তি শ্ৰীব্যাসদেবের সম্মিলনে এক C : অপূৰ্ব্ব শোভার উদয় হইল। আশ্রয় ও বিষয়বিগ্রহের এই আলিঙ্গন দর্শন করিয়া বৈষ্ণবগণ পরমানন্দিত হইলেন । বৈষ্ণবগণ বৈকুণ্ঠে সমাগত ব্ৰহ্মাকে ষেরূপ যোগ্য আসন প্রদান করেন, সেইরূপ ব্যাসদেবের অভিপ্রায়ে সুশিক্ষিত শিষ্যগণও শ্ৰীমপবাচার্য্যকে অতি বিনীতভাবে আসন প্রদান করিলেন । শ্ৰীব্যাসের সংসারভয় নাশক শিবদ রূপ