পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব পারেন । কথিত হয় যে, কথাতীর্থে শ্ৰীমন্মধবাচার্য্য তাহার অtটজন শিষ্যকে সমকালে সন্ন্যাস প্রদান করেন । সন্ন্যাস-মন্ত্রোপদেশপ্রদানের পর সন্ন্যাস-বেদিকার চতুৰ্দ্দিকৃ হইতে এই আটজন সন্ন্যাসী দুই-দুই জন করিয়া চারিভাগে বিভক্ত হইয়া বহির্গত হন । র্তাহারাই পরবৰ্ত্তিকালে দ্বন্দ্ব-মঠাধিকারী হন । শ্ৰীকৃষ্ণমূৰ্ত্তির প্রত্যহ নববিধা পূজার ব্যবস্থ আছে । শ্রীকৃষ্ণের নিত্যপূজা-ক্রম, যথা— (১) নিৰ্ম্মাল্য-বিসর্জন-পূজা— পুৰ্ব্বাত্ন ৫ ঘটিকায় (২) উষঃকাল-পূজ। ۶قد يي د ৩) পঞ্চামৃত পূজা ও অভিষেক » y. ro( سعیی প্রত্যtহক নববিধ (8) উদ্বর্তন-পূজ। * כב уу পুজ। (৫) তীর্থপূজা ও মহাকলসাভিষেক ” ১০ ” (৬) অলঙ্কার-পূজ। * לל * (৭) অবসর-পূজ। 2P ره،- لا نه o *P (৮) মহাপূজা অপরাহ্ল ১২-৩০ হইতে ১টt (৯) রাত্রি-পূজা ةTi Elf3 ه ركسترا تتج এই নববিধা পূজা ব্যতীত মধ্যে মধ্যে উৰঃকাল-পূজার পর গো-পূজা, উদ্ধৰ্ত্তন-পূজার পর শ্রীনবনীত-পূজ, তদনন্তর সুবর্ণকলস-পূজা, সায়াহ্নে চামরসেবা প্রভৃতি পঞ্চপুজা হুইয়া থাকে ।