পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায় আচাৰ্য্যলীলার ঘটনা-পরম্পরা সনকাদি মুনিগণের সহিত শ্ৰীমদ্ভাগবতবক্তা ভগবান শ্ৰীশেষদেব শ্ৰীমাধবভাস্থ্যব্যাখ্য' শ্রবণ করিয়াছিলেন । মুনিগণ সেই সহস্রশীর্ষ অনন্তদেবকে এই মাধবভাষ্যের তাৎপৰ্য্য ও তাহার শ্রবণের ফল জিজ্ঞাসা করেন । তাহাতে শ্ৰীঅনন্তদেব মুনিগণকে বলেন যে, মাধবভাষ্য-শ্রবণের মুখ্যফল মুক্তিপদ ভগবানের সেবালাভ ৷ শুকদেব, সরস্বতী প্রভৃতি পরমার্থ-তত্ত্বজ্ঞগণ ভগবৎসেবালভিকেই সর্বশ্রেষ্ঠ প্রয়োজন বলিয়াছেন । র্যাহারা শ্ৰীমন্মধবীচার্য্যের বিরচিত ও বেদাদিশাস্ত্রের তাৎপৰ্য্য-নির্ণায়ক ভাষ্যাদি গ্রন্থের সেবা করেন, ভগবান বিষ্ণু সেই পরমবৈষ্ণবত্ব-প্রাপ্ত মহাপুরুষগণের মুখবিধানের জন্ত নিজবৈকুণ্ঠলোক প্রদান করির থাকেন। সেই বৈকুণ্ঠ চিদ্বিলাসবৈচিত্রে উদ্ভাসিত, তথায় কোনপ্রকার কুষ্ঠাধৰ্ম্ম নাই, সকলেই বৈকুণ্ঠপতির সেবায় তন্ময় । তথায় অগণিত ব্ৰহ্মা, গরুড়, অনন্ত ও ইন্দ্রপ্রমুখ দেবতাগণ দিব্যললনাগণের সহিত ভগবানের সেবায় সৰ্ব্বদা নিরত থাকিয়া আনন্দের চরমসার নিত্য অনুভব করিতেছেন। তথায় চতুৰ্ভূজ, কমললোচন, পীতবসন, উত্তম অলঙ্কার-বিভূষিত, অরুণবর্ণ, নবজলদকান্তি ভগবানের সারূপ্যপ্রাপ্ত মহাপুরুষগণ বিচরণ করিতেছেন । তথার জন্ম, মৃত্যু, জরা বা আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক তাপ কিছুই প্রবেশ করিতে পারে না অথবা কোনপ্রকার অমঙ্গল কিংবা জন্মমৃত্যু-প্রভৃতির মূল কারণ সত্ত্বাদিগুণ ও অদৃষ্ট প্রভৃতিও থাকিতে পারে না। শ্ৰীমাধবভrষ্য-শ্রবণের ফল-শ্রীতি [ సిరిన ]