পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায়— অভক্তিমতবাদ-নিরাস এক সময়ে শ্ৰীমন্মধবাচার্য্য সমুদ্রে স্নান করিতেছিলেন। শ্ৰীমধবপাদকে সমুদ্রের বিশাল তরঙ্গমালায় আচ্ছাদিত দেখিয়া মৎসর দুর্জন ব্যক্তিগণ মৎসর দুর্জনগণের আচার্য্যের প্রতি কটাক্ষ উপহাস করিয়া বলিতেছিল—“হায় হয়, যিনি ত্রিলোকবিজয়ী গুরু’ বলিয়া বিখ্যাত, তিনি আজ লঘু তরঙ্গ-লীলায় পতিত হইলেন ।” পূর্ণপ্রজ্ঞ নীচ ব্যক্তিগণের ঐ নিন।াবাক্য গ্রাহ করিলেন না । কারণ, শৃগালগণের শব্দে কুকুরই বিচলিত হইয়া কলরব করিয়া থাকে, কিন্তু মহাবীৰ্য্যবান সিংহ তাহাতে ক্ৰক্ষেপও করে না । পুর্ণপ্রজ্ঞ সমুদ্রের প্রতি কটাক্ষ নিক্ষেপ করিলে সমুদ্র চাঞ্চল্য পরিত্যাগপূর্বক স্থির হইল। কিন্তু দুৰ্জ্জনগণ শ্ৰীমধেবর ঐরূপ অসাধারণ ক্রিয়া-কলাপ দর্শন করিয়াও তাহার প্রতি কোন সম্মান প্রকাশ না করিয়া পুনরায় বিদ্বেষই প্রকাশ করিতে লাগিল । মন্দভাগ্য মৎসর ব্যক্তিগণের পক্ষে ইহা কিছু আশ্চর্য্যের বিষয় নহে । শ্ৰীমন্মধবাচাৰ্য্য বিবিধ ঐশ্বৰ্য্য প্রকাশ করিয়া ঐশ্বৰ্য্যপ্রিয় ব্যক্তিগণের গণ্ডবাটু ও তাহার ভ্রাতার গৰ্ব্ব বিনাশ নিকট র্তাহার মহিমা জ্ঞাপন করিয়াছিলেন । ‘গণ্ডবাঢ়’ নামক এক বলশালী ব্যক্তি ত্রিশজন লোকের বহনোপযোগী এক ধ্বজদণ্ড বহন করিতে পারিতেন এবং ক্ষুদ্র গদাঘাতে নারিকেল বৃক্ষসমুহকে কম্পিত করিয়া তাহা হইতে যথেষ্ট ফল সংগ্ৰহ করিতেন। সেই inscription in Sanskrit, stating that Sri Madhvacharya brought and placed it there with one hand. This inscription is of Kadur District, Mudgeri No. 89. It runs :–‘শ্ৰীমধবাচার্য্যৈরেকহস্তেন আনীয় স্থাপিতশিলা’ ” I bet I Q