পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্বিংশ অধ্যায় শ্ৰীমধবাচার্য্যকৃত গ্রন্থাবলী ১ । গীতাভাষ্যমূ—এই গ্রন্থে প্রথমতঃ মহাভারতকে সমস্ত বেদের অর্থদ্বারা পরিপুষ্টরূপে প্রতিপাদন করা হইয়াছে। যে সমস্ত বিষয় কোন বেদেই উল্লিখিত নাই, কেবলমাত্র ভগবান বেদ-ব্যাসের নিজেরই উপলব্ধ, স্ত্রী শূদ্র প্রভৃতি বেদে অনধিকারী ব্যক্তিগণের উপযোগিরূপে সেইসমস্ত বিষয়ই বিস্তৃতভাবে এই গ্রন্থে বfণত হইয়াছে। অতএব মহাভারত বেদ অপেক্ষাও উত্তম মহাশাস্ত্র এবং তন্মধ্যে শ্ৰীভগবদগীতা ও বিষ্ণুসহস্ৰ-নাম-স্তোত্র মহাসার-স্বরূপ । এই ভাবে গীতাভাষ্যে মহাভারত ও গীতার মাহাত্ম্য বিশেষভাবে প্রতিপাদিত হইয়াছে । প্রথম ছয় অধ্যায়ে ভগবানের অপরোক্ষ-জ্ঞানের সাধনরূপে নিজ নিজ বর্ণাশ্রমোচিত সমস্ত কৰ্ম্ম নিষ্কামভাবে অবশু কৰ্ত্তব্য—ইহাই যে শ্ৰীকৃষ্ণের বাণীর তাৎপৰ্য্য—এই বিষয়ে বহু প্রমাণ কথিত হইয়াছে। দ্বিতীয় ছয় অধ্যায়ে বিবিধ বিভূতিপ্রদর্শনক্রমে ভগবানের মাহাত্ম্য প্রতিপাদিত হইয়াছে । তৃতীয় ছয় অধ্যায়ে ভগবানের উপাসনাবিরোধী বস্তুসমূহের স্বাভাবিক ধৰ্ম্মসমূহ বিস্তৃতভাবে বর্ণনপূর্বক ভগবস্তুক্তিই যে অবগু কৰ্ত্তব্য এবং উহাই যে বিষ্ণুজি লাভৰূপা মুক্তির অন্তরঙ্গ সাধন, ইহা স্পষ্টভাবে নিরূপিত হইয়াছে। এই গ্রন্থে শ্ৰীমধবাচার্য্য প্রধানভাবে গীতার তাৎপৰ্য্য প্রকাশ করিয়া নিজকথিত বিষয়ের সমর্থকরূপে বহু প্রমাণ উদ্ধার করিয়াছেন । ২। ব্রহ্মসূত্রভাষ্য-এই গ্রন্থে শ্ৰীবেদব্যাসের সাক্ষাৎ ভগবদ [ ه ق د ]