পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্বিবংশ অধ্যায়—শ্ৰীমধাচাৰ্য্যকৃত গ্রন্থাবলী অবতারত্ব, সৰ্ব্ববেদের বিভাগের কারণ, ব্রহ্মস্থত্রসমূহের সর্ববেদার্থনিরূপকত্ব প্রতিপাদিত হইয়াছে। সমন্বয়, অবিরোধ, সাধন ও ফলরূপ অধ্যায়তুষ্টয়-মধ্যে প্রথম সমন্বয়-অধ্যায়ে অন্ত বস্তুতে প্রসিদ্ধ নামলিঙ্গাত্মক সমস্ত ব্দের ব্রহ্মবিষয়েই পরমমুখ্যবৃত্তি ও বিদ্বদরূঢ়িহেতু ব্ৰহ্মবাচকত্ব প্রতিfাদিত হইয়াছে এবং প্রসঙ্গক্রমে বেদবিদ্যায় দেবগণের অধিকার ও দ্রগণের অনধিকার নিরূপিত হইয়াছে। দ্বিতীয় অধ্যায়ে যুক্তি, Iাচার, শ্রুতি ও হ্যায়যুক্তশ্রুতিরূপ বিরোধচতুষ্টয়ের পরিহার রা হইয়াছে । তৃতীয় অধ্যায়ে বৈরাগ্য, ভক্তি, উপাসনা ও জ্ঞানরূপ দিচতুষ্টয়ে মোক্ষের অন্তরঙ্গ সাধনসমূহ বর্ণন করিয়া অপরোক্ষজ্ঞানেরই ধ্বপাপ-বিনাশকত্বরূপ মাহাত্ম্য কথিত হইয়াছে। চতুর্থ অধ্যায়ে ম্মনাশ, উৎক্রাস্তি, মার্গ ও ভোগরূপ পদচতুষ্টয়ে অ প্রারব্ধ সৰ্ব্বকৰ্ম্মনাশ, নিগণের দেহ হইতে উৎক্রাস্তির ক্রম, অচিরাদি মার্গক্রমে মোক্ষলাভের কার এবং মোক্ষের চতুৰ্ব্বিধত্ব বর্ণনপূর্বক তৎকালীন বৈকুণ্ঠানন্দ-বিস্তার রূপিত হইয়াছে । সৰ্ব্বশেষে শ্ৰীমধবাচার্য্যের বায়ুরূপত্ব প্রতিপাদিত ইয়াছে। এইরূপেই স্বত্রপ্রস্থানে প্রমাণসহ নিজসিদ্ধান্তের স্পষ্ট বিবরণ বং প্রসঙ্গক্রমে পরমতের কিঞ্চিৎ খণ্ডনেই এই গ্রন্থ সমাপ্ত হইয়াছে । .৩। অণুভস্তি—এই গ্রন্থে অধ্যায়-চতুষ্টয়যুক্ত ব্ৰহ্মস্থত্রসমুহের ত্যেক অধিকরণের তাৎপৰ্য্য অতি সংক্ষেপে লিখিত হইয়াছে। মধবাচার্য্যের সন্ন্যাসগুরু শ্ৰীঅচু্যতপ্রেক্ষাচার্য্য প্রত্যহ ব্ৰহ্মস্থত্রের ভাষ্য ঠ না করিয়া ভগবৎপ্রসাদ গ্রহণ করিতেন না । একদিন স্বৰ্য্যোদয়ের কলামাত্রকাল দ্বাদশীতিথির অবস্থানহেতু তন্মধ্যে পারণ কর্তব্য য়ায় সেইদিন স্বত্রভাষ্য পাঠ না করিয়াই প্রসাদ সেবন করিতে হইবে দয়। তিনি দুঃখিত হইলেন। তখন শ্ৰীমধবাচার্যা ব্ৰহ্মমীমাংসার [ ১৬১ ] Q S >